অবৈধ ভাবে বাচ্চা এনে পাচার করাই নাসিরের নেশা

আয়শা আক্তার :
নেশার টাকা জোগার করতে বিভিন্ন যায়গা থেকে বাচ্চা এনে মানুষের ইমোশ নিয়ে বাচ্চা দেখিয়ে আগে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা, তারপর বাচ্চা অন্য কাস্টমার দেখিয়ে বিক্রি করে চালান নেশার টাকা এবং পরিবারের খরচ আর তাই করে বেড়াচ্ছেন ফরিদপুর জেলার সদর থানাধীন মুসলিম মিশনগেইট এলাকার নাসির এমনি একজন ভুক্তভোগী ইটালী প্রবাসী নিস্তান এক মায়ের সাথে ২লাখ টাকা নিয়ে অন্য যায়গায় চুক্তি করে বাচ্চা বিক্রি করে দেয় এই নাসির এবং তার স্ত্রী, এবিষয়ে সাংবাদিকরা খোঁজখবর নিয়ে জানতে পারে ঘটনা সত্যি , এবং কোতোয়ালি থানায় জানানো হলে ওসি আশ্বস্ত করে ঘটনা তদন্ত করবে, কিন্তু ততখানিক আরেক লোকের সাথে কন্টাক্ট করে ৩ লাখ টাকা নিয়ে নেয় এবং বৃহস্পতিবার বাচ্চাকে অন্যত্র আরেক লোকের কাছে বিক্রি করে দেয় বলে খবর পাওয়া গেছে। ( চলবে)

পিকআপ ছিনতাই চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

আলী রেজা রাজু,ঢাকা:

গত ১২/১০/২৩ ইং তারিখে পিকআপ চালক শহিদুল ইসলাম গাবতলী মাজার রোড এলাকা থেকে পিকআপে টাইলস লোড করে রাত ১ ঘটিকার সময় রংপুরের উদ্দেশ্য রওনা হয়। রাত অনুমানিক ২ টার সময় ঢাকা-মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মহাসড়কের উপর স্পিড বেকার নিকট পৌছামাএ গাড়ির গতি কমার সাথে সাথে পেছন দিক থেকে আসা আগে উৎপেতে থাকা একটি সিনএনজি হতে অঞ্জাত নামা ৪ (চার) জন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে পিকআপ চালক শহিদুলকে জিম্মি করে,তার মোবাইল ছিনতাই করে তাকে হাত পা বেধে গাড়ির পিছনে ট্রিপল দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে এলাকায় জঙ্গলে পিকআপের চালককে গাছের সাথে বেধে রেখে গাড়িতে বোঝাইকৃত অনুমানিক ২৫,০০০০/ (আড়াই লক্ষ) টাকার মালামাল ও ৮,৫০,০০০/(আট লক্ষ পঞাশ হাজার)মূল্যের পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে পিক-আপের মালিক মো:শামসুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানার অভিযোগটি আমলে নিয়ে ডিবির উপর তদন্তভার ন্যস্ত করা হয়।ঢাকা জেলা উওর ডিবি পুলিশ মামলার তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর,বিভিন্ন থানা এলাকা হতে এ ঘটনায় জড়িত ৪ (চার)জন আসামী কে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। আসামীরা হলেন ১/কাউছার ২/মো:রফিকুল ইসলাম ৩/মিরাজুল ইসলাম ৪/মে: মেহেদী হাসান মৃধা এবং তারা পেশাদার ডাকাত চক্র ও ইতিপূর্বে আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা জিজ্ঞেসাবাদে এ ঘটনার সীকারক্তি প্রদান করেছে বলে ঢাকা জেলা উওর ডিবি কার্যালয়ে বুধবার (২৬/১০/২৩) তারিখে সকাল ১১ টায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বারা হাবিব খান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন