সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:
শনিবার(১০আগস্ট) শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরূধি শিক্ষার্থীদের সাথে বগুরা জেলা সমন্বয়কদের একটি আলোচনা সভা ডাকা হয়।সেখানে বগুড়া জেলা সমন্বয়কদের মধ্য হতে মো:সৈকত আহমেদ বক্তব্য পেশ করেন।তিনি জানান দেশ স্বাধীন হবার পরেও কিছু লোক গোপনে একটি চক্র বানিয়ে দেশের সম্পদ নষ্ট করছে।কিছু শিক্ষার্থী এ বিষয় টি পর্যবেক্ষণ করে জানতে পেরেছে মহাস্থান মর্নিং সান কেজি স্কুল এ আগুন লাগিয়ে সব পুরিয়ে ফেলা হয়।এখানে সবায় ধারনা করছে যে দেশের সম্পদ নষ্ট করে মানুষ শিক্ষার্থীদের উপর যে আচ্ছা দেখছে মূলত এটা যাতে নষ্ট হয়।কে করছে এগুলো অন্যায় তা তদন্ত করছেন অত্র থানার ভারপ্রাপ্ত ওসি (আবদুর রউফ)। খুব শিঘ্রয় আসামিদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তিনি যানায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.