লাশঘরে রাখা নারীর লাশের সাথে যৌনাচার-পাহারাদার আটক!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-১

২ বছরের এক কিশোরী ও ৩২ বছরের এক নারী আত্মহত্যার চেষ্টা করেন ২০২১ সালের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে। ওই সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী জরুরি বিভাগ থেকে পাশের লাশ ঘর হয়ে চমেকের মর্গে যায় মৃতদেহগুলো। লাশগুলোর সুরতহাল প্রতিবেদনে জোর জবরদস্তি কিংবা ধর্ষণের আলামত না মিললেও ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য সিআইডির ল্যাবরেটরিতে চিকিৎসকের পাঠানো দুই মরদেহে ‘হাই ভ্যাজাইনাল সোয়াব (এইচভিএস) ’ পাওয়া গেল একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি।

দুই মাসের ব্যবধানে দুটি অপমৃত্যুর ঘটনায় দুই নারীর দেহে একই পুরুষের শুক্রাণুর উপস্থিতির ঘটনায় বিষ্মিত হয় সিআইডি। সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে এ ঘটনার অনুসন্ধানে নামেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এসআই কৃঞ্চ কমল ভৌমিক। তিনি দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাশ ঘরের অস্থায়ীভিত্তিতে নিয়োজিত দারোয়ান সেলিমকে (৪৮) শনাক্ত করেন। পরে সোমবার সকালে সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীর মরদেহের সাথে বিকৃত যৌনাচার করার কথা স্বীকার করে এ লাশ পাহারাদার। এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সিআইডির এসআই কৃঞ্চ কমল ভৌমিক একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সেলিম (৪৮) কুমিল্লার লাকসাম উপজেলার সাতেশ্বর গ্রামের বাসিন্দা বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট ঘাসিয়াপাড়ার ভাড়া বাসায় থাকেন। তার বিরুদ্ধে এর আগেও পাঁচলাইশ থানায় নারী নির্যাতন মামলা ছিল।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, ‘গত বছরের ৭ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা এলাকা থেকে ৩২ বছর বয়সী এক নারী ও ২৫ এপ্রিল চান্দগাঁও থানা এলাকা থেকে ১২ বছর বয়সী এক কিশোরীর মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে। দুটাই আত্মহত্যার চেষ্টার ঘটনা। দুজনকেই হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারপর এসব মরদেহ রাতে চমেক পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত লাশ ঘরে রাখা হয়। পরের দিন সেখান থেকে প্রর্বত্তক মোড়স্থ মর্গে নিয়ে ময়না তদন্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘লাশগুলোর সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন কিংবা জোর জবরদস্তি কিংবা ধর্ষণের আলামত না মিললেও ময়না তদন্ত প্রতিবেদনের জন্য সিআইডির ল্যাবরেটরিতে চিকিৎসকের পাঠানো দুই মরদেহে ‘হাই ভ্যাজাইনাল সোয়াব (এইচভিএস) ’পাওয়া গেল একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি। ঘটনার রহস্য উদঘাটনে নেমে মর্গের ডোম এবং লাশ ঘরের পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে নিয়ে চা পানের আড়ালে মুখের লালা থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে লাশ ঘরের পাহারাদার সেলিমের সাথে ওই দুই নারী ও কিশোরীর লাশে পাওয়া শুক্রাণুর মিল পাওয়া যায়। এরপরই সোমবার আমরা লাশ ঘরের পাহাদার সেলিমকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই বিকৃত যৌনাচারের কথা স্বীকারও করেছেন। এরপরও বিস্তারিত জানতে আমরা তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবা করব।’

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগে চমেকের লাশ ঘরের পাহারাদার সেলিমকে সিআইডি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। মামলাটি তারাই তদন্ত করবে।’

ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব খোরশেদ আলম এর মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মারুফ হোসেন( বুড়িচং)

কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড এর সকল জনসাধারণ নিয়ে মতবিনিময় ও উঠান বৈঠক এর আয়োজন করা হয়।

আলহাজ্ব মোঃ খোরশেদ আলম বলেন আসন্ন ২নং বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চাই। আমি এই ইউনিয়ন বাসীর জন্য ভালো কিছু একটা করতে সকলের সহযোগীতা চাই। আজ ৬ নং ৭ নং ওয়ার্ড বাসীকে নিয়ে মতবিনিময় করছি এবং সকলেই ভালো সাড়া দিয়েছে। আমি পুরো ইউনিয়ন বাসীকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করবো। আমি বাকশীমূল ইউনিয়ন বাসীকে একটি সুনামখ্যাত ও মডেল ইউনিয়ন উপহার দিতে চাই। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি বলেন আমরা আওয়ামী লীগের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। আওয়ামী লীগের বাহিরে আমরা কখনো নির্বাচন করিনি। আমাদের পরিবারের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে আমাকে জননেত্রী শেখ হাসিনা ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নৌকা মার্কা দিলে পুরো বাকশীমুল ইউনিয়নকে একটি মডেল ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

মতবিনিময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ মনির হোসেন, মোঃ দুলাল হোসেন, মোঃ মোবারক হোসেন মাস্টার, মোঃ হারুনর রশীদ, মোঃ ইয়াসিন, মোঃ মনতাজ, আলম, মোঃ শরীফ,মোঃহাবিজুল করিম,সাজু মিয়া,মোঃ কামাল হোসেন , মোঃ মোসলেম, মোঃ রনি, মোঃ মোসলেম,মোঃ গিয়াসউদ্দিন, মোঃ মিতুল,মোস্তাক আহমেদ, আানাস আহমেদ, মোঃ হাবিবুর রহমান, মিজান মাস্টার, ডাঃ সিদ্দিকুর রহমান, মোঃ কামরুল,ধনু মিয়া,হাজী আব্দুস সামাদ, ৬ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ,মোঃ মোতাহের হোসেন,শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস ছাত্তার, বাবুল মিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মাহবুব আলম সহ আরো অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম