তারিখ লোড হচ্ছে...

সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি করলেন,সিহাব ও সাব্বির

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি করে যাচ্ছে সিহাব ও সাব্বির। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে তারা জানায়,যেখানে বাংলাদেশের কোথাও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক কমিটি বলে কিছু নেই,সেখানে উল্লেখিত দুইজন,সিহাব ও সাব্বির নিজেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক হিসাবে দাবি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে যাচ্ছে এখনো।

এমনকি তারা জানান বন্যাকবলিত মানুষদের নামে ত্রাণ সংগ্রহ করেও তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করেছে।এবং শিবগঞ্জ উপজেলা মাঝিহট্ট ইউনিয়নে চালুন্জা কালিতলা হাই স্কুল এর ধর্মীয় শিক্ষক এর পদত্যাগের জন্য শিক্ষার্থীরা আন্দোলন এ নেমেছিলেন।এমতাবস্থায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিদের্শনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি সেখানে গেলে তাদের যাতায়াত খরচ ও খাবারের নাম করে প্রধান শিক্ষক এর নিকট হতে ৪৫০০ টাকা নেন সাব্বির।এর মধ্যে ১৫০০ টাকা খরজ হয় এবং বাকি টাকার হিসাব তারা দিতে পারেনা।

এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নাম করে শিবগঞ্জ উপজেলার উপদেষ্টার কাছ থেকেও তিনি ১৮০০ টাকা নেন।এর কিছুদিন পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি অসুস্থ হওয়াতে তার নাম করেও চাঁদাবাজি করতে সিহাব ছাড়েনি এমন তথ্য দিয়েছেন সাধারণ শিক্ষার্থী।

এসব সাক্ষী ও প্রমানের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ এর মতামত নিয়ে সিহাব ও সাব্বির কে উক্ত কমিটি থেকে বহিষ্কার করেন। এসব চাঁদাবাজির যথেষ্ট সাক্ষী ও প্রমান আছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। উক্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে তাদের আইনগত শাস্তি দেওয়া হবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। এর আগে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঝলমলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতর নাম- মনোয়ার হোসেন মুন্না (২৮)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্তের পর গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরে তাকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা–পুলিশে হস্তান্তর করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম