তারিখ লোড হচ্ছে...

কুমিল্লার বাহার ও সূচীকে সীমান্ত পারের অভিযোগে সুমন মেম্বার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মানব পাচার সিন্ডিকেটের প্রধান সুমন মেম্বার ওরফে হুন্ডি সুমনকে (৩৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শংকুচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন ইউনিয়নের দক্ষিণ তেতাভুমি গ্রামের আলী আশরাফের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি সাজ্জাদ করিম খান। এদিকে গত ৩০ সেপ্টেম্বর দৈনিক পত্রিকায় হুন্ডি সুমনসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি গোচর হয়।

ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. সুমন মিয়া। তিনি ভারত বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া এলাকায় হুন্ডি ব্যবসা, মাদক চোরাচালান এবং মানব পাচার সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুমনের মানব পাচার বাণিজ্য রমরমা হয়ে উঠে। আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিবাজ এবং ভয়ংকর অপরাধীদের ভারতে পালিয়ে যেতে সহায়তা করে।

কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি বাহাউদ্দিন তার কন্যা অপসারিত কুসিক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৪০-৫০ জন ভিআইপি নেতা এবং মধ্যম সারির অনেক আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করিয়ে ভারতে পালানোর সুযোগ করে দেন এই হুন্ডি সুমন। এ সুযোগে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এর আগে দীর্ঘ বছর যাবত চোরাচালান মাদক এবং মানি লন্ডারিং করে আসছে শীর্ষ গডফাদার সুমন। তার বিরুদ্ধে জেলার কোতয়ালি মডেল থানা এবং ব্রাহ্মণপাড়া থানায় মাদক এবং মানব পাচার মামলা রয়েছে।

কুমিল্লা ডিবির ওসি সাজ্জাদ করিম খান বলেন, গ্রেফতার সুমন মিয়া একজন শীর্ষ মানব পাচারকারী এবং অবৈধ হুন্ডি ব্যবসায়ী। তিনি সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ অনেক অপরাধীকে ভারতে পালাতে সহায়তা করেছে। তার বিরুদ্ধে ৮-১০টি মামলা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

বুড়িচংয়ে বাকশীমুলে এলইডি কাপ ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মারুফ হোসেন, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের যুব সমাজের উদ্যোগে বিজয়ের মাস স্মরণে ৪ ডিসেম্বর শনিবার বিকালে বাকশীমুল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলইডি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলাটি রবিউল একাদশ বনাম হোসাইন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা বিজয়ী হয় হোসাইন এবং রানার আপ হয় রবিউল।

বাকশীমুল উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার হাজী আবদুল খালেক এর সভাপতিত্বে বুড়িচং উপজেলা আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ফিতা কেটে ফাইনাল খেলা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের এ সমস্ত কাজে অনুপ্রেরণা দিয়ে বলেন যারা বিজয়ের মাসে এতো সুন্দর একটি খেলা আয়োজন করেছে, তারা যেনো ভবিষ্যতে মাদক থেকে বিরত থাকতে এ ধরনের খেলা আয়োজন করে মাদক কে না বলতে পারে। তিনি বলেন সুশীল সমাজ গঠন করতে এ যুব সমাজের কোনো বিকল্প নেই। সকল অতিথিরা বক্তব্যে খেলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এবং মাদক থেকে যেনো পুরো যুব সমাজ দূরে থাকে এ আহ্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান, ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ, নুরুল ইসলাম মাস্টার, চেয়ারম্যান ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ আবদুল করিম, সভাপতি বাকশীমুল উচ্চ বিদ্যালয় আলহাজ্ব আবদুর রশিদ, সভাপতি বুড়িচং উপজেলা কৃষকলীগ আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বুড়িচং উপজেলা আওয়ামী লীগ মোঃ জয়নাল হোসেন শামীম, শহীদ পরিবারের সন্তান মোঃ এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মিজানু রহমান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক বুড়িচং বাজার মোঃ মিজানুর রহমান খাঁন, যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আক্তার, মেম্বার ৩ নং ওয়ার্ড মোঃ ফারুক, মেম্বার ৪ নং ওয়ার্ড মোঃ মাহবুবুর রহমান, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ রকিবুল আলম, ৩,৪,৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ শিল্পী আক্তার,১,২,৫ নং ওয়ার্ড মেম্বার রিংকু , সাবেক মেম্বার মোঃ আয়েতালী, সাবেক মেম্বার সফিকুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ মোসলেম উদ্দিন, সহ আরো অনেকে।
খেলাটি আয়োজন করেন মোঃ রনি, রুবেল, মহিউদ্দিন, তুষার, রবিউল, সাহিদুল, সজিব, রাজন, রবিন, অমি। এবং পরিচালনা করেন মোঃ অহিদুর রহমান মেম্বার, হাসানুজ্জামান হাসান, সিরাজুল ইসলাম, সেলিম এম,এ, দেবব্রত স্বপন, গোলাম মোস্তফা, ডাক্তার রবিউল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম