তারিখ লোড হচ্ছে...

মানুষ কেন দেয় স্বার্থের পরিচয়?

মোঃ ইব্রাহিম হোসেন:

মানুষ মানুষের জন্য এই কথাটি মহাগুরুত্বপূর্ণ।
তবে মানে না কেহ এই কথাটি নিজ স্বার্থ লোভের জন্য।

স্বার্থের এই দুনিয়ায় মানুষ হিসেবে পরিচয় দিতেই ভয় হয়।
মানুষ তার নিজ স্বার্থে মহা স্বার্থপর হয়।

নিজের বেলায় ১৬ আনা
অন্যের বেলায়,মোর কি,আসে যায়,
কিভাবে দিবো মোরা মানুষের পরিচয়?

কেন মানুষ রুপে জন্ম নিয়ে
অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়?
দেখছি মোরা দুনিয়াতে মানবতার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়,
আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা সবারই জরুরি বিষয়।

নিজ স্বার্থ উদ্ধার করতে কত দুখিনী মায়ের বুকের মানিক কেড়ে নেওয়া হয়,তবুও কি হয় না তোদের নিজ স্বার্থের বিজয়?

একদিন বিচার হবে এসবের দুনিয়া সৃষ্টিকারী কয়,আমার কাছে নাই তো কোন অর্থের বিনিময়ে স্বার্থের পরিচয়।

°যুগান্তরের দুর্বিপাক°

 

মুরসালিন নোমানী:

আমিই তাদের কথা বলি
যাদের কথা কেউ বলে না।
সত্য সবাই সব বলে না
সুযোগ বুঝে সত্য বলে
মিথ্যা দিয়ে ঢেকে রাখে
কঠিন হলেও এটাই মোদের
বুঝতে হবে সবার আগে,
জীবন যদি ঠুকনো হতো
মরণ নেশায় মাততো সবাই
যুগান্তরের দুর্বিপাকে
পতিত হতো মিথ্যেটাকে।
কবি যদি লিখতো সবই
ছন্দ-তালে মন্দ পালে।
গতির তালে ছুটতো সবাই
চিরন্তন সত্য পানে।
তারপরও কি বুঝতে বাকি
আদর্শ তার সত্যকাঠি!

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম