মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধি: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৮ই মার্চ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিনাত শহীদ পিংকী,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, ব্রাকের এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন ও সাবলম্বী উন্নয়ন সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম রেজাউল হক মামুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.