তারিখ লোড হচ্ছে...

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

কুমিল্লা প্রতিনিধি:

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

মাদক ব্যবসায়ীর হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত, মামলা নিতে নারাজ ব্রাহ্মণপাড়ার ওসি

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের পূর্বপরিকল্পিত হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ এ ঘটনায় মামলা নিতে অনীহা প্রকাশ করেছে।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় মনোহরপুর থেকে সংবাদ সংগ্রহ করে ব্রাহ্মণপাড়ায় ফেরার পথে রামনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী মো. কিবরিয়া, মো. ফয়সাল এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলার ফলে একজন গুরুতর জখম হন, একজনের পায়ের হাড় ভেঙে যায় এবং অপরজনও আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ল্যাপটপ, ক্যামেরা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে নেয়।

স্থানীয় সূত্র জানায়, মো. কিবরিয়ার দেশের বাড়ি নোয়াখালীর মাইজদী, এনআইডি কার্ডে ঠিকানা ঢাকা ধানমন্ডি হলেও তিনি মাদক ব্যবসা সহজলভ্য করার লক্ষ্যে বুড়িচংয়ে বিবাহ করেন। তিনি পূর্বে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে গেলেও গত ৫ আগস্টের পর ভোল পাল্টে কথিত সাংবাদিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হামলার সময় বিবাদীরা বুড়িচংয়ের আলোচিত সাংবাদিক মহিউদ্দিন হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে একই ধরনের হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওসি মামলা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন।

তদন্তকারী অফিসার এসআই অমৃত মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম