তারিখ লোড হচ্ছে...

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন এর উপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন।

এর আগে হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, গত ৫ই আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই দুই নেতা ছাত্রদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এ বিষয়ে সাংবাদিক সুমন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই হামলাকারীরা সাংবাদিক সুমনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাংবাদিক সুমন বুড়িচং উপজেলার পাচোঁড়া এলাকায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এ জেড এন জাহিন হোসেন এর সংবাদ সংগ্রহের জন্য যায়।
অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলাকারীরা সুমনকে মারধর করে আহত করে।

স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনায় সুমন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানায়, মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১ নং আসামির বিরুদ্ধে পূর্বেও বুড়িচং থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রাতেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। রবিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হবে।

ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর আহত ৪

 

কুমিল্লা প্রতিনিধিঃ

বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে কুমিল্লা মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও হামলায় অন্তত ৪/৫ জন আহতের অভিযোগ উঠেছে।
১১ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া গ্রামের উপজেলা যুবদলের নেতা রহমত উল্লাহ জিকু বাড়িতে ও আশিরপাড় বাজারে ইব্রাহিম মিয়ার কাপড় দোকানে এ ঘটনা ঘটে।
মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, সারা দেশের ন্যায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে মনোহরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যে শনিবার দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও দোকানে হামলা চালান। হামলার ঘটনায় বিএনপির কর্মী ইব্রাহিম, অজি উল্লাহ, ও মনির হোসেনসহ ৪/৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহত বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু ভাইয়ের বাড়ীতে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০-৩৫ জন সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ করে লুটপাট করার চেষ্টা করলে বাড়ির স্বজনদের আত্মচিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু বলেন, মৈশাতুয়া ইউনিয়ন এলাকায় বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।পরে আমাকে বাড়িতে না পেয়ে সন্ধ্যায় দিকে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনা আমার জানা নেই, এছাড়াও গতকাল শনিবার আমার এলাকায় হাজিপুরা গ্রামে ওয়াজ মাহফিলে আমি উপস্থিত ছিলাম।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিউল আলম বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ও তাদের বাড়ি ঘর ভাংচুরে কোনো অভিযোগও থানায? আসেনি।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান