অবশেষে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি ॥

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের বোলাররা। অবশেষে প্রোটিয়ারদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে দলীয় ২৫ রানে এই জুটি ভাঙার সুযোগ পায় বাংলাদেশ।

হাসানের বলে দে জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। যার ফলে জীবন পান টনি ডি জর্জি। জীবন পেয়ে এইডেন মার্করামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন টনি ডি জর্জি।

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বলে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম। আউট হওয়ার আগে করেন ৫৫ বলে ৩৩ রান। তার বিদায়ে ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙল প্রোটিয়াদের।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।

সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

ভুয়া ঠিকানায় নিরাপত্তা ছাড়পত্রের চেষ্টা গণপূর্তের প্রকৌশলী রাজু আহমেদের

স্টাফ রিপোর্টার:

ভিভিআইপি ডিউটির জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য ভুয়া ঠিকানা দিয়ে ফেঁসে গেলেন গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলী। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডিউটি পাসের জন্য ইএম বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ নিরাপত্তা ছাড়পত্র পাননি। বিষয়টি স্বীকার করেছেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। তিনি বলেছেন, শুনেছি ওর ঠিকানা নিয়ে একটু সমস্যা হয়েছে। পরিবর্তিত ঠিকানা দেয়া হয়েছে। এবার নিরাপত্তা ছাড়পত্র না পেলে তার পরিবর্তে অন্য কাউকে পদায়ন করতে হবে।
সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হিসেবে প্রধান বিচারপতির বাসভবন ও মন্ত্রিপাড়াসহ ভিআইপি স্থাপনার বৈদ্যুতিক কাজের জন্য গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন কৃষ্টিয়ার বাসিন্দা রাজু আহমেদ। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা ছিল রাজশাহী। কুষ্ঠিয়ার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের সুপারিশে গুরুত্বপূর্ণ এই বিভাগে পোাস্টিং দিয়েছিলেন সাবেক গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী। বর্তমানে হানিফ ও মোকতাদির চৌধুরী দু’জনেই হত্যা মামলার আসামী হিসেবে পলাতক রয়েছেন।
রুয়েট ছাত্রলীগের সক্রিয় কর্মী রাজু আহমেদ চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ইএম গণপূর্ত বিভাগ-২ এ যোগদান করেন। যোগগদানের পর থেকেই মন্ত্রিপাড়ায় মোকতাদির চৌধুরীর বাস পাহারাদারের মতো পড়ে থাকতেন। বর্তমানে তার আওতাধীৗন এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন হওয়ায় নিরাপত্তা ছাড়পত্র নেয়ার বিধান রয়েছে। বিএনপির দুর্গ হিসেবে খ্যাত রাজশাহীকে ঠিকানা দেখিয়ে বাড়তি সুবিধা বাগিয়ে নিতে চেয়েছিলেন রাজু আহমেদ। কিন্তু ঘটনা হিতে বিপরীত হয়েছে।
এ ব্যাপারে রাজু আহমেদের সঙ্গে সোমবার যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে এড়িয়ে গেছেন। এরপর বার বার ফোন দেওয়া হলেও তিনি তা আর রিসিভ করেননি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের নির্বাহী বিভাগের প্রধান ব্যক্তির বাসভবনে ডিউটি করার জন্য আগের সরকারের সুবিধাভোগী ও ভিন্ন মতালম্বী কাউকে দায়িত্বে রাখলে তা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে নতুন মাত্রা পেতে পারে। এর সঙ্গে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিরাপত্তা ছাড়পত্র নেয়ার চেষ্টা নাশকতার শামিল বলে মনে করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি