তারিখ লোড হচ্ছে...

বাচসাস’র নতুন সভাপতি দর্পণ, সম্পাদক রাহাত সাইফুল

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ। সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।
শুক্রবার সকাল থেকে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। বিপুল ভোটে দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ বিজয়ী হয়েছে।
বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাচসাসের নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, “যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ভোটার সমাগম ঘটেছে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটাররা যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনেক বেশি দায়বদ্ধ করেছে। একই ছাতার নিচে বাচসাস পরিবারের এই মিলনমেলায় আমরা উচ্ছ্বসিত। সবার সহযোগিতায় এই কমিটি সমৃদ্ধ বাচসাস গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি।বাচসাসের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আলিমুজ্জামান। কমিশনে আরও ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

সবা:স:সু-০২/১১/২৪

ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়

(বাসস):
যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমরান আনসারী এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসচিব ছিলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিজেএফডি সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিদারুল আলম, এম এস দোহা, সালাহউদ্দিন জসিম, কামরুজ্জামান বাবলু, সায়ীদ আবদুল মালিক, নিজাম উদ্দিন দরবেশ, মনির আহমাদ জারিফ, মোহাম্মদ মাসুদ, আবু সুফিয়ার রতন, এ এফ এম রাসেল পাটোয়ারী, নার্গিস জুঁই, আহমেদ আজম, ইমরান মাহফুজ, শাহাদাত হোসেন রাকিব, হাবিবুর রহমান বাবু, এ কে সালমান ও আশিকুর রহমান।

মতবিনিময় সভায় সিজিএফডির সদস্যরা সাংবাদিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফেলোশিপ প্রাপ্তি, প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ সহযোগিতাসহ পেশাগত নানা পরামর্শ চান।

জবাবে ড. ইমরান হোসাইন আনসারী সর্বদা সিজিএফডির সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জ্ঞান, তথ্য ও কানেক্টিভিটি বাড়িয়ে সাংবাদিকতার আশু চ্যালেঞ্জ মোকাবিলার পরামর্শ দেন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম