তারিখ লোড হচ্ছে...

বনেক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৮৪ সাংবাদিক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ৫৮ জনসহ মোট ৮৪ জনকে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মুহাম্মদ আকরম খা কনফারেন্স রুমে দৈনিক প্রতিদিনের কাগজ ও বনেক’র যৌথ উদ্যোগে আয়োজিত “বনেক মিডিয়া অ্যাওয়ার্ড” ও “প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড”-২০২৪ এর আয়োজন করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এর সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক অধিকাররের সম্পাদক ও সোনারগাও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাজবীর সজিব, এসএ টিভির উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, দৈনিক উপচারের সম্পাদক-প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, চারণ সাংবাদিক-মনোনেশ দাস, এনামুল হক বাবুল, সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
এসময় ১৩টি ক্যাটগিরিতে মোট ৮৪ জনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪ জন।

মেঘনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দীন শিশির।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তার নিজ প্রতিষ্ঠান লক্ষ্মণখোলা গ্রামের হাজী মোহাম্মদ মতিউর রহমান স্মৃতি পাঠাগার ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা পরিষদ নির্বাচনে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জাবিদুল ইসলাম, আওয়ামিলীগ নেতা অহিদ মিয়া সরকার, জালাল, রতন মিমা, মোজাম্মেল হক, মো. সজিব খান দুর্জয়, ইসতেহাক আহমেদ, গিয়াস উদ্দিন, সেলিম, আঃ করিম, মেহেদী হাসান, হৃদয়, আরাফাত সহ অন্যরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম