তারিখ লোড হচ্ছে...

ময়মনসিংহে বিএনপির স্বারকলিপি প্রদান কালে বিএনপির নেতা কর্মীর উপর পুলিশের হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কালে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার কালে পুলিশ বাধা দিয়েছে। এ সময় প্রায় ১২/১৫ নেতাকর্মী আহত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন,এড.নুরুল হক,কামরুজ্জামান লিটন,উত্তর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নেতৃবৃন্দকে নিয়ে শান্তিপূর্ণভাবে স্বারকলিপি প্রদান করার আগ মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছিলাম।

এ সময় পুলিশ আমাদের উপর নগ্ন হামলা করে প্রায় ১৫ নেতাকর্মী আহত করেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার॥

আগামী তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত দু’মাসে লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না।

চলতি বছরের ১৫ মে সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এরপর আন্দোলনে নামে রিকশা চালকেরা। এর ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন। তবে, সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কেও।

এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে, সড়কে এখন চলছে অন্তত ৮ লাখ অটোরিকশা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে ৫০ হাজার, আর অক্টোবর মাসে ৬৬ হাজার এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়েছে।

language Change
সংবাদ শিরোনাম