তারিখ লোড হচ্ছে...

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার॥

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে খুন হলেন বাবা শফিকুল ইসলাম (৫৫)। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোরপূর্বক গরু নিয়ে যাচ্ছিল। এ সময় বাবা শফিকুল ইসলাম তাদের বাধা দেন। তখন মেয়ে-জামাই-নাতিসহ আরও অজ্ঞাত কয়েকজন শফিকুলকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে।

ঘটনার পর আশপাশের লোকজন শফিকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার খালাতো ভাই মাখন খন্দকার এলাকাবাসীর সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টায় শফিকুলকে মৃত ঘোষণা করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সবা:স:জু-৩৭/২৪

মেঘনা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সিকদার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার “মেঘনা উপজেলা প্রেসক্লাব”এর দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি, মুহাম্মদ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক পূণরায় নির্বাচিত হয়েছে ।

১৬ই ডিসেম্বর শনিবার সন্ধা৭ টার দিকে ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন মানিক গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে মুহাম্মদ শহিদুজ্জামান রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মালেক ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব প্রার্থী থাকায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১৪টি ভোটের মধ্যে ১২টি ভোট কাষ্ট হয়। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ১০ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মো.ইব্রাহীম খলিল মোল্লা, জাকির হোসেন, মহসিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, নাইমুল ইসলাম শহীদ, মিজানুর রহমান, মমিনুল ইসলাম, হাসান মাহমুদ মুক্তি, নাজিমুদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম