তারিখ লোড হচ্ছে...

আফগানিস্তানের কাছে হেড়ে যা বললেন শান্ত

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

 

হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো ভাবেই যেনো হারের বৃত্ত ভাঙতে পারছেন না তারা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ নভেম্বর) শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ ২ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর আল্লাহ গজনফরের স্পিনের মায়াবী ফাঁদে পা দিয়ে আর মাত্র ২৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় শান্তর দল। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।এমন হারের পর শান্ত জানান, তার উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। টাইগার দলপতি বলেন, আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার ছিলাম। মিরাজ ও সৌম্যদের ক্ষেত্রে ব্যাপারটা একই। এমন কন্ডিশনে আপনাকে লম্বা সময় ব্যাটিং করতে হবে। বাংলাদেশের ইনিংস হঠাৎ ধসে পড়ে ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফারের স্পিনে। মাত্র ২৬ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচসেরা হওয়ার দিনে শিকার করেছেন মিরাজ, মুশফিক, রিশাদ ও তাসকিনকে। আফগান স্পিনারের প্রশংসার পাশাপাশি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারের কথাও বলেছেন শান্ত।

তিনি বলেন, আফগানিস্তান সবসময় রহস্যময় স্পিনারে ভরা। তারা সবাই ভালো বোলিং করেছে, বিশেষ করে গাজানফার। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল কিন্তু দিনটা আমাদের নয়। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। বোলিংয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। মাত্র ৭১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানরা। হাসময়তউল্লাহ ও নবি ১০৪ রানের জুটিতে সেখান থেকে দলকে টেনে তোলেন। শেষের দিকে নাঙ্গোলিয়া খারাটের ক্যামিও বাড়িয়েছে আফগানিদের রান। শান্তর মতে, অ্যাগ্রেসিভ বোলিং করতে যাওয়ার কারণেই শেষের দিকে কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

তিনি বলেন, আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভারে আমরা দারুণ বোলিং করেছিলাম। মাঝের সময়ে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় না আমাদের আক্রমণ (বোলিং) প্রয়োজন ছিল। উইকেটে বাউন্স কম ছিল।

সবা:স:জু-৪৮/২৪

 

বুড়িচংয়ে ‘স’ মিলের গোপন কক্ষে মিলল ফেন্সিডিলসহ মাদক দ্রব্য

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্ত এলাকার একটি ‘স’ মিলের গোপন কক্ষ থেকে মাদক দ্রব্য উদ্ধার করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকালে জানান, দিবাগত রাত বৃহস্পতিবার ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় ইউএনও হালিমা খাতুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

জানা যায়,শংকুচাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এসময় মোবারক হোসেন (৩৫) এর বিসমিল্লাহ নামক ‘স’ মিলের গোপন কক্ষে কাঠের বক্স থেকে ১০ বোতল ফেন্সিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ২ টি কিং ফিসার বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ( মদ) ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি) উদ্ধার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি টেড় পেয়ে মোবারক হোসেন পালিয়ে যায়। পলাতক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য অফিসার ইনচার্জ, বুড়িচং থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত মালামাল বুড়িচং থানা পুলিশের হেফাজতে পরবর্তী কার্যক্রম এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

 

language Change
সংবাদ শিরোনাম