তারিখ লোড হচ্ছে...

আন্দোলনকারীদের সড়ক অবরোধের একটি ঘটনা

স্টাফ রিপোর্টার॥

৫ আগস্ট সোমবার। সেদিন ছিল ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। আগের দিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আত্মগোপনে থেকে এ কর্মসূচির ঘোষণা দেন। তখনো রাস্তায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। খবর আসছে শত শত মানুষের মৃত্যুর। কিন্তু পিছু হটছিল না ছাত্রজনতা। রাজধানীর উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা আন্দোলনের ‘হটস্পট’ হয়ে উঠেছে। হঠাৎ করেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার ঘোষণা এল। তখন অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল এ কর্মসূচি নিয়ে।

আমার বাসা রাজধানী ঢাকার দক্ষিণখানে। যে এলাকার ছোটবড় সব রাস্তাই কাটা। আমরা প্রতিদিন খানাখন্দ, এবাড়ি-ওবাড়ির কাদাপানিতে ভরা চিপা গলি দিয়ে চলি। সে এক দুর্গম যাত্রা। দক্ষিণখান থেকে উত্তরায় পৌঁছাতে মোটামুটি ঘণ্টাখানেকের পথ।

আন্দোলন যখন তুঙ্গে, অফিস মনে করল, এই সময়ে হটস্পট উত্তরায় দায়িত্ব পালনই আমার জন্য ভালো দুদিক থেকে। সঙ্গে সহকর্মী প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা আল–আমিন। দুজনে সমন্বয় করে আমরা বিক্ষোভ-সংঘষের সংবাদ সংগ্রহ করি।

উত্তরা ছিল নিরিবিলি এলাকা। অতীতের আন্দোলনে বিএনপি বা জামায়াত কখনো সেভাবে রাস্তায় দাঁড়াতে পারেনি। ১৬ জুলাই প্রথম আজমপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্ররা উত্তরা দখলের জানান দিলেন। পরদিন ছিল পবিত্র আশুরার ছুটি। ১৮ ও ১৯ জুলাই ছাত্রদের দখল ভাঙতে পুলিশ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা একযোগে হামলা চালান। তুমুল সংঘর্ষে মারা যান অনেক ছাত্র ও সাধারণ মানুষ। মূলত এই দুই দিনে ছাত্রদের অদম্য প্রতিরোধেই উত্তরায় ক্ষমতাসীনদের ভিতে কাঁপুনি ধরে। ১৯ জুলাই দিবাগত রাত থেকে জারি হয় কারফিউ। কারফিউ ভেঙেই প্রতিদিন সকাল থেকে ছাত্ররা বিক্ষোভ করেছেন। এর মধ্যে পুলিশ-এপিবিএনের গুলি, কাঁদানে গ্যাস, ক্ষমতাসীনদের সশস্ত্র হামলায় ছাত্ররা কখনো পিছু হটেছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন। তবে আজমপুরে ‘বিএনএস সেন্টার’ এলাকাটি আগাগোড়াই ছাত্রদের দখলে ছিল।

ঘটনা ১

যে রাতে কারফিউ ঘোষণা করা হয়, অর্থাৎ ১৯ জুলাই দিবাগত রাত সোয়া দুইটার দিকে আমার মুঠোফোনে রিং। অপ্রস্তুত হয়ে আঁতকে উঠলাম। বাবা ক্যানসারে আক্রান্ত, শয্যাশায়ী। নিশ্চয়ই আম্মা বা ভাইবোনদের কারও ফোন। কিন্তু স্ক্রিনে ওঠা নম্বরটি অপরিচিত। পরিচয় দিয়ে জানালেন, একজনকে রাত একটার দিকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গেছেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তিনি আমার ঘনিষ্ঠ ব্যবসায়ী, অভিযোগ, আন্দোলনে অর্থের জোগানদাতা। পরে তাঁর কাছ থেকে জেনেছি, আটক হওয়ার আগে ফোনে শেষ কথা হয়েছিল আমার সঙ্গে। অন্য আরও অনেক কিছুর সঙ্গে তাঁর দুটো ফোন পুলিশ জব্দ করে। স্ত্রীকে বলে গেছেন খবরটি, যেন আমাকে জানানো হয়। আন্দোলনের উত্তাল সময়ে তাঁর সঙ্গে আমার কথা হতো, অনেক তথ্য দিতেন। আগের দিন ১৮ জুলাই মধ্যরাতে ফোনে ওই ব্যবসায়ী জানিয়েছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেশ কিছু লাশ আছে। আমরা যেন খোঁজ নিই। কিছুটা সন্দেহ নিয়েই এত রাতে অফিসকে জানাই। সত্যিই, আমার এক সহকর্মী গিয়ে রক্তাক্ত মরদেহগুলোর সন্ধান পান। ওই ব্যবসায়ী ১৯ জুলাই মধ্যরাতে ফোনে জানান, যাত্রাবাড়ী এলাকার অনাবিল হাসপাতাল, বাড্ডার এমএমজেড হাসপাতাল ও আরেকটি হাসপাতালে বেশ কিছু মরদেহ আছে। তখন পর্যন্ত হাসপাতালের কাগজপত্র ছাড়া লাশের ‘সংখ্যা’ প্রকাশ করা বেশ কঠিন ছিল। সেই রাতে যাচাই করতে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু পরে হাসপাতাল তিনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানুষের মৃত্যুর সত্যতা পাওয়া যায়। মুক্তি পাওয়ার পর ওই ব্যবসায়ী আমাকে বলেছেন, জিজ্ঞাসাবাদে পুলিশ তাঁর কাছে শেষ কলের ব্যক্তিকে (আমার) দেওয়া তথ্য এবং আমার সম্পর্কে জানতে চেয়েছেন।

 

ঘটনা ২
২৩ জুলাই রাত ৯টার দিকে বাসা থেকে আমার বড় ছেলের ফোন। আব্বু, তোমার খোঁজে একজন বাসায় এসেছিলেন। এটা সাংবাদিক সেলিম জাহিদের বাসা? ছেলে ‘হ্যাঁ’ বললে ওই ব্যক্তি জানতে চান, আমি কোথায়। ছেলে বলল, বাসায় নেই। ছেলে মাকে ডাকল। মা এলে ওই ব্যক্তির প্রশ্ন, আমি কখন বাসায় ফিরি, সকালে কখন বের হই। তিনি রাজশাহী থেকে এসেছেন। স্ত্রীর কাছ থেকে আমার মুঠোফোন নম্বরটিও নিলেন। বসতে বললে ভদ্রলোক বসেননি। বলে গেলেন, আবার আসবেন। ছেলে বলল, ‘লোকটির কথাবার্তা কেমন-কেমন লেগেছে। তুমি সাবধানে আইসো।’
ঘটনাটি হেড অব রিপোর্টিং কে জানালাম। এ পরিস্থিতিতে বাসায় যাব কি না, দোটানায়। মনস্থির করলাম যাব। কারণ, আমি তো কোনো অপরাধ করিনি। রাত ১২টার কিছু পরে ভয়ে ভয়ে দক্ষিণখানে ফিরি আমার মোটরসাইকেলে। দূর থেকে দেখি, ঠিক বাসার সামনে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলের ওপর বসা। আমাদের বাড়ির নিরাপত্তাকর্মী তখন গেটের সামনে দাঁড়িয়ে। সে আমাকে দেখে দ্রুত গেট খুলে দিলে আমি ভেতরে ঢুকি। নেমেই নিরাপত্তাকর্মীকে বললাম, লোকটি কে। বলল, সে চেনে না। প্রায় এক ঘণ্টা ধরে বসে আছে, মুঠোফোনে কথা বলছে। আরও জানাল, সন্ধ্যার দিকে দুজন লোক এসেছিল। তারা জানতে চেয়েছে, আমি কখন আসি।

ছেলের ফোন, নিরাপত্তাকর্মীর তথ্য জেনে মুহূর্ত দেরি না করে বের হয়ে গেলাম। তখনো লোকটি মোটরসাইকেলেই বসা। আমি যখন বের হচ্ছি, লোকটি ফোনে কথা বলছিলেন আমার দিকে তাকিয়ে। একটু আড়াল হতেই মোটরসাইকেল স্টার্টের (চালু) আওয়াজ। কিছুক্ষনের মধ্যে লোকটিও মূল সড়কের দিকে গেলেন। শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আমি আর বাসায় থাকলাম না।

পরদিন বেলা ১১টার দিকে নিরাপত্তাকর্মীর স্ত্রীকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, সাংবাদিক বাসায় আছে কি না। এরপর কয়েক দিন আর বাসায় যাওয়ার সাহস করিনি। দু–চারজন ছাড়া কাউকে কিছু না বলে একরকম আতঙ্কের মধ্যেই অফিস করি। ভাবছি আর ঘটনা মেলাচ্ছি, কোত্থেকে কী হচ্ছে। বাইরে আর ভালো লাগছিল না। চার দিন পর বাসায় ফিরলাম। অগ্নিগর্ভ উত্তরায় মারা গেলেন ৫৮ জন, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরায় যেন রক্তগঙ্গা বয়ে যায়। এর মধ্যে ২৬ জুলাই পর্যন্ত উত্তরার সাত হাসপাতাল ঘুরে আমরা ২৯ জনের মৃত্যুর খবর পাই। ৫ আগস্ট বেলা তিনটার দিকে যখন চারদিকে বিজয়ের মিছিল, উত্তরা পূর্ব থানা ঘিরে তখনো উত্তেজনা। সে সময় পুলিশের গুলিতে মারা যান আরও ২৩ জন। এর রেশে রাতে আবার থানায় হামলা হয়। মারা যান আরও ছয় পুলিশ সদস্য। সব মিলিয়ে মৃত মানুষের সংখ্যা ৫৮।

মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে গাজীপুরের মাওনা থেকে এসেছিলেন এক পরিচিতজন। ৫ আগস্ট সকাল ৯টার দিকে যমুনা ফিউচার পার্কের পাশ থেকে ফোনে জানান, ছাত্ররা জড়ো হচ্ছেন। একটু পর জানালেন, গুলি করা হচ্ছে, কয়েকজন মারাও গেছেন।

আমি উত্তরায় গেলাম। ১১টার দিকে শুরু হলো ঢাকামুখী মার্চ। ঘণ্টাখানেক দাঁড়ালাম। সময় গড়াতেই খবর ছড়াল, সেনাপ্রধান টেলিভিশনে বক্তব্য দেবেন। বাঁধভাঙা জোয়ার নামল রাস্তায়। বিমানবন্দর সড়কে তখন ঢাকামুখী মানুষের ঢল। মোটরসাইকেল চালানো দুষ্কর। উল্টো পথের সড়কটি একটু ফাঁকা। বিমানবন্দরের থার্ড টার্মিনাল পার হয়ে উল্টো পথে রওনা দিলাম কারওয়ান বাজারে অফিসের দিকে। এক ছাত্র এসে বায়না ধরলেন, তাঁকে যেন সঙ্গে নিই।
মোটরসাইকেলের পেছনে বসে ছেলেটির সেকি উচ্ছ্বাস! নাম-পরিচয় বলেছিল, ভুলে গেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পার হওয়ার পর পথে পথে পানির বোতল, চকলেট, চুইংগাম, আইসক্রিম, কোমল পানীয় হাতে অসংখ্য মানুষ। দুহাতে বিলাচ্ছেন হাসিমুখে। বনানী, মহাখালী, জাহাঙ্গীরগেট হয়ে মোটরসাইকেল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এল, দেখি কোনো নিরাপত্তা পাহারা নেই। গেট খোলা। পাশেই সেনাবাহিনীর দুটি গাড়ি আছে। উৎসুক দু-চারজন ভেতরে ঢুকছেন, কেউ বাধা দিচ্ছে না।

একটু এগিয়ে বিজয় সরণি মোড়। এখানে এসে দেখা গেল, পেছন থেকে আসা মানুষগুলোর স্রোত সংসদ ভবনের দিকে। বিজয় সরণি হয়ে আমরা ফার্মগেটের দিকে। মোটরসাইকেল আর যেন এগোচ্ছেই না। ফার্মগেটের খামারবাড়ি ট্রাফিক মোড়ে এসে আর পারলাম না। পিঁপড়ার সারির মতো মানুষের স্রোত আর স্রোত। সেই সঙ্গে স্লোগান আর স্লোগান।

‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’ এই স্লোগানই ছিল মুখে মুখে। ঝঞ্ঝাবিক্ষুব্ধ মিছিলের ঢলে আটকে পড়লাম। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর ছেলেটি ‘থ্যাংক ইউ’ বলে বিদায় নিল। আমি ঠায় দাঁড়িয়ে থাকলাম আরও ঘণ্টাখানেক।

সবা:স:জু-৫৪/২৪

ক্ষমতাধর হারুন শিকদার

মাহতাবুর রহমান:

গতকাল থেকে শুরু করেছে জুলাই গনঅভ্যুত্থান দিবস, চলবে মাসব্যাপী। গত জুলাই গনঅভ্যুত্থানে মারা গেছে হাজারো ছাত্র জনতা । ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে ফ্যাসিস শেখ হাসিনাকে। কিন্তু এখানে বহাল তবিয়তে থেকে দিব্যি ব্যবস্থা বানিজ্য করতে দেখা যাচ্ছে ফ্যাসিস সরকারের অনেক দোসরকে। ছাত্রজনতার হামলার উপর অভিযোগ একাধিক মামলা থাকা সত্বেও পুলিশ ওদেরকে ধরছেনা, বরং উল্টো দেখা যায় পুলিশের সাথে এদের অনেকের সখ্যতা। তেমনি একজন আমিনুর রহমান হারুন শিকদার। যাকে নিয়ে ইতিমধ্যে দৈনিক সবুজ বাংলাদেশ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ।
মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার পুরান গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আমিনুর রহমান হারুন শিকদারের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তিনটি মামলা । এছাড়া আছে মানব পাচার অভিযোগেও একাধিক মামলা । কিন্তু পুলিশ তাকে ধরছেনা। অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলার একাধিক প্রভাবশালী বিএনপির নেতা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে, এলাকায় বহাল তবিয়তে এই হারুন শিকদার। বিগত ফ্যাসিস সরকারের সাড়ে ষোল বছরে সাবেক মন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরার সহোদর পরিচয়ে মালিক হয়েছে হাজারো কোটি টাকার । ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার অন্যতম মামলার পার্টনার সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লব ইতিমধ্যে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে এই হারুন শিকদার।
মুন্সিগঞ্জ আদালত সুত্রে জানা গেছে হারুন শিকদারের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়েছে চলতি বছরের ২৭ মার্চ। মামলার বাদী গুলিবিদ্ধ রাফসান রোকন উদ্দোলা নামে এক ছাত্র । মুন্সিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টট ১ নং আমলে আদালতে সি আর মামলা ৩১০/২০২৫। সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে প্রধান করে মোট আসামির সংখ্যা ১৭০। । ধারা ১৪৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ দ: বি: তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ ধারা। এই মামলায় ১৪০ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার। আদালতের নির্দেশে ১৮ দিন পর মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি রেকর্ড করে, মামলা নাম্বার ১৭ তাং ১৪/৪/২০২৫
হারুন শিকদারের বিরুদ্ধে একই আদালতে দ্বিতীয় মামলাটির করে মুক্তার হোসেন জনৈক গুলিবিদ্ধ ভ্যান চালক। সিআর মামলা নং ৪৩২/২০২৫। সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে এই মামলায় মোট আসামির সংখ্যা ২৩০, এতে ১৩ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার। মামলার আর্জিতে বাদীর অভিযোগ হারুন শিকদারের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছে । মামলাটি বর্তমানে মুন্সিগঞ্জ পিবিআইয়ের তদন্তাধীন। হারুন শিকদারের বিরুদ্ধে তৃতীয় মামলার বাদী আরেক গুলিবিদ্ধ মাসুদ রানা নামে জনৈক শ্রমিক । একই আদালতে সি আর মামলা নং ৫৯৭/২০২৫। এই মামলায় প্রধান আসামি সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লব, মোট আসামির সংখ্যার ১৯৯ এতে ৫২ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার।
৪ ঠা আগষ্ট ২০২৪ মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর ফ্যাসিস বাহিনীর হামলার তিন জন মারা যায় এবং গুলিবিদ্ধ হয়েছে নুন্যতম ৫০ জন। এ-সকল ঘটনার মুন্সিগঞ্জ সদর থানা এবং আদালত মিলে মামলা হয়েছে আটটি। মামলার আসামিরা কেউ জেল হাজতে, বাকীরা সকলে পলাতক কিন্তু ব্যতিক্রম শুধু হারুন শিকদারের বেলায় ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম