তারিখ লোড হচ্ছে...

জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে পূর্বপরিকল্পিত হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে

স্টাফ রিপোর্টার॥

ডাকসুতে মঙ্গলবারের গপ্পোসপ্পোর আলোচনা অনুষ্ঠান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষের বিভিন্ন ইন্টারেস্ট (স্বার্থ) তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। জাতীয় ঐক্য সংহত করা দরকার বলে মনে করেন তিনি।

 

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সম্মেলন কক্ষে এক আলোচনায় অংশ নিয়ে জাহেদ উর রহমান এসব কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যের হাল-হকিকত শীর্ষক এই আলোচনার আয়োজন করে সাপ্তাহিক পাঠচক্রের প্লাটফর্ম মঙ্গলবারের গপ্পোসপ্পো।
আলোচনায় জাহেদ উর রহমান বলেন, আন্দোলনের মাস্টারমাইন্ড বলে জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে প্রিপ্লানড (পূর্বপরিকল্পিত) হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি নিয়ে বিশেষ করে ভারত জনগণের অভ্যুত্থানকে প্রিপ্লানড বলে প্রচার ও তাকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছে। সামনে এ ধরনের প্রচেষ্টা আরও বাড়বে। তার জন্য জাতীয় ঐক্যকে সংহত করা দরকার।

অভ্যুত্থানের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়ক অভ্যুত্থানের রাজনৈতিক শক্তিকে অপরায়নের মাধ্যমে জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছেন বলে অভিযোগ করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। তিনি বলেন, অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কখনোই কোনো রাজনৈতিক উদ্যোগ গড়ে উঠবে না বলে একধরনের অঙ্গীকার ছিল। কিন্তু রাজনৈতিক দল গঠনের উদ্যোগে জড়িত থাকা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে তারা কেন যৌথ কর্মসূচি গ্রহণ করল, তা বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার নয়।

সৈকত আরিফ আরও বলেন, জোর-জবরদস্তি করে জাতীয় ঐক্য করা যায় না। জাতীয় ঐক্যকে সুসংহত করতে হলে অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে রাজনৈতিক কাউন্সিল গঠন করতে হবে। এর ভিত্তিতেই সংস্কার কর্মসূচি প্রণয়ন করতে হবে। মঙ্গলবারের গপ্পোসপ্পোর সংগঠক সাইমুন নাহার কর্মী আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

সবা:স:জু-৫৫/২৪

 

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার তের মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা লেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন। এসময় তের মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সবা:স:জু- ৬৮৬/২৫

language Change
সংবাদ শিরোনাম