তারিখ লোড হচ্ছে...

৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক:

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ণিতাংশ উত্তরা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হতে পারে।

 

সবা:স:সু-৬৪/২৪

আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য! স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া

আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য! স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আখতারুজ্জামান ও মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ সহোচর এবং সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশন এর ব্যবসায়ীক পার্টনার ভুমি দস্যু অনিল লিও কস্তা এখন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নির্বাচিত হয়েছেন। যা নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ১৪ জুন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের ডোনার অনিল লিও কস্তা কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে অনিল লিও কস্তা ও সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মা চিহ্নিত স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর ঘনিষ্ঠ সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশনের একান্ত আস্থাভাজন অনিল লিও কস্তা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তেজগাঁও এর সেচ্ছাসেবক লীগের নেতা ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন কর্মসূচিতে মোটা অংকের অর্থের যোগান দিয়েছেন বলে জানিয়েছেন খ্রিস্টান এসোসিয়েশন এর কতিপয় সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলে অনিল লিও কস্তা বিএনপির কোন কর্মসূচিতে ছিলেন না। উল্টো তিনি আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অনুদান দিয়েছেন।

আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে চলাফেরা করে নানা ভাবে সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সাথে তার বিভিন্ন সময়ের আলোকচিত্র তার প্রমাণ হিসেবে রয়ে গেছে।

উল্লেখিত মন্ত্রী এমপিদের ছত্রছায়ায় মাফিয়া আগষ্টিনের সাথে মিলে মিশে দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে লুটপাট করে কয়েকশ’কোটি টাকার মালিক বনে গেছেন।

উপার্জিত অবৈধ অর্থ বিএনপি নেতাদের ডোনেশন দিয়ে পদ বাগিয়ে নিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ভুমি দস্যু অনিল লিও কস্তা কে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতা কর্মীগণ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার