তারিখ লোড হচ্ছে...

সখিপুর থানা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :

সখিপুর থানা প্রশাসনের উদ্যোগে আজ ১০ ই নভেম্বর অত্র জনপদে কর্মরত সকল সংবাদকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভেদরগঞ্জ সার্কেলের দায়িত্ব প্রাপ্ত নন্দিত পুলিশ কর্মকর্তা এএসপি জনাব মোঃ মুশফিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে আগত সকল সাংবাদিকদের পরিচিতি পর্ব সহ উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে এনটিভি, বাংলাভিশন, মোহনা টিভির জেলা প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ সহ দৈনিক সবুজ বাংলাদেশ জেলা প্রতিনিধি, দি মর্নিং পোষ্ট দৈনিক বাংলাদেশ সমাচার, সাপ্তাহিক গোয়েন্দা ডায়রীর সিনিয়র সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উম্মুক্ত আলোচনায় দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মুনতাসীর রুবাইয়েদ মফস্বল সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সমস্যা গুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি মুসফিকুর রহমান বলেন – সংবাদ সংগ্রহে যে কোন প্রতিবন্ধকতায় পুলিশ প্রশাসন সংবাদকর্মীদের সহযোগিতা করতে প্রস্ত্তত রয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে তাত্ক্ষণিক ভাবে দপ্তরে অবহিত করতে অনুরোধ করেন। পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানার জনবান্ধব ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব ওবায়দুল হক। সভাপতির বক্তব্যে জনাব ওবায়দুল হক উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে পেশাগত বন্ধন অটুট রাখার জন্য মিলে মিশে কাজ করবার আকুতি প্রকাশ করেন।

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না

স্টাফ রিপোর্টার:

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। তবে, আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের বেতন-ভাতা আটকাবে না। এডিপিতে কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, সেসব ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অর্থ উপদেষ্টা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান

সবা:স:জু-১৪২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম