বাংলাদেশ মাদারীপুরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার॥

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ উদ্দিন মাল (৬০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ উদ্দিন মাল একই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। অভিযুক্ত স্বপন মোল্লা ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় গুয়াতলা এলাকার ‘তারা জামে মসজিদ’-এ মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি আশরাফ উদ্দিন মাল। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী স্বপন মোল্লা লাঠিসোঁটা নিয়ে আশরাফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশরাফকে পিটিয়ে গুরুতর আহত করে স্বপন।

মুদি দোকানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বপন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন মালের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী স্বপন মোল্লার। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে আশরাফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বপন মোল্লা। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানা গেছে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সবা:স:সু-৮২/২৪

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল

স্টাফ রিপোর্টার : 

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল।

এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা রফিকুল ইসলাম নামে একজন বলেন,আমরা মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছি। যাদের জীবনের বিনিময়ে দেশে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে।এ

এক শিক্ষার্থী বলেন, আমরা দেশ স্বাধীন হতে দেখিনি। তবে যারা দেশকে স্বাধীন করেছেন তাদের আত্মত্যাগের কথা আমরা জেনেছি। আমরা নতুন প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর সকাল ৭টা ১২ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিক শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

সবা:স:জু- ৩৬৬/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা