তারিখ লোড হচ্ছে...

রিমান্ড শেষে কাঠগড়ায় আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার মিছিলে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আমির হোসেন আমুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। আমুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এ মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকান্ডের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু।

সবা:স:জু-৮৮/২৪

আজ রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে ইসিতে যাবে আ’লীগ

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিতে আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে (ইসি) যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল। গতকাল শনিবার রাতে দলটির কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ রোববার। এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

দায়িত্ব নেয়ার দিন থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার নেন। সেই অনুযায়ী, তার মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জয় পাবেন, তা বলা চলে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম