তারিখ লোড হচ্ছে...

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজ ক্যাম্পাসে ময়লার ঝুড়ি স্থাপন

হুমায়ুন কবিরঃ

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ঢাকা কলেজে বিভিন্ন স্থানে ময়লার ঝুড়ি স্থাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (১১ নভেম্বর) ক্যাম্পাসের জনবহুল স্থানগুলোতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিষ্কার’ স্লোগানে ময়লার ঝুড়ি স্থাপন করেন তারা।

ময়লার ঝুড়ি স্থাপনের বিষয়ে শাখা ছাত্রদলের সহ-সভাপতি পিয়াল হাসান বলেন, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ঝুড়ি স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

সবা:স:হু-১০৮/২৪

বেসরকারি শিক্ষক সংবর্ধনায় যাওয়ার সম্মতি দেননি শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে একটি বেসরকারি শিক্ষক সংগঠন যে প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে শিক্ষা উপদেষ্টা অবহিত নন এবং সেই অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে তিনি সম্মতিও দেননি। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর সুপারিশ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অনলাইনভিত্তিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। এটি ছিল বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া। বেসরকারি শিক্ষকদের মধ্যে যাঁরা নিজ এলাকা ও পরিবার থেকে দূরে আছেন, তাঁদের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা অনলাইনভিত্তিক এই বদলির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু এই প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন ২৬ ডিসেম্বর তাদের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রচারণা চালাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের কোনো অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা অবহিত ছিলেন না এবং সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতিও দেননি।

সবা:স:জু- ৫০০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম