তারিখ লোড হচ্ছে...

নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার//

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের ‍গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর।

প্রধান উপদেষ্টা যোগ করেন, এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে। যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে, এ বিষয়ে একমত হওয়া যায়। এসব খুব দ্রুত শেষ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি। তাই আমাদের মেয়াদ যতো কম হয়, ততোই ভালো। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।

দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, সরকারে দায়িত্ব নেয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন।

এদিকে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ড. ইউনূস বলেন, যেকোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে। তার সরকারও আছে। তিনি এএফপিকে আরও জানান– আমরা আশা করছি যে, এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারব।

মাত্রই তিন মাস আগে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন তিনি। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা।

সবা:স:জু-১১৪/২৪

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক আকতারুন্নেসা

 

 স্টাফ রিপোর্টার:

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের নতুন কমিটিতে টানা চতুর্থবারের মতো সভাপতি মনোনীত হলেন আব্দুল্লাহ আলহাদী। এবং প্রথম নারী সম্পাদক হলেন আকতারুন্নেসা। এছাড়াও পূর্ববর্তী পদে বহাল আছেন এ কে হিরো কোষাধক্ষ, দপ্তর সম্পাদক আহসান হাবীব জিতু। উপদেষ্টা পরিষদেরও কোন পরিবর্তন হয় নাই। আজ মঙ্গলবারঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে বসে পূর্ব নির্ধারিত মিটিং থেকে এ কমিটি ঘোষণা করা হয়। ত্রিবার্ষিক  কাউন্সিল ২০২৩।৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন। সেখান থেকে আরো জানানো হয় আগামী শুক্রবার ৮ সেপ্টেম্বর ধানমণ্ডি ৩২ নম্বরেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।

নিচে নতুন ২০১ সদস্য বিশিষ্ট্য কমিটি প্রেস রিলিজ আকারে দেওয়া হলো

     সভাপতি

আব্দুল্লাহ আল হাদী – ফ্যামিলি প্লানিং

সাধারণ সম্পাদক

মোসাঃ আকতারুন্নেসা – প্রশাসন

উপদেষ্টা পরিষদ 

কাজী সাইফুদ্দিন অভি – খাদ্য

এফ এম ফয়সাল সুমন – পুলিশ

আনিস উদ্দিন বাহাদুর মিঠু – পুলিশ

সাইফুল ইসলাম মিলন – পুলিশ

আহসান খান রবিন – পুলিশ

সামসুজ্জামান বাবু – পুলিশ

ইফতেখার আলম ভুঁইয়া – কাস্টমস

সহ- সভাপতি

মাহমুদা আক্তার – প্রশাসন, মুশফিকুর রহমান – শিক্ষা

সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল – প্রশাসন,মোঃ মহিউদ্দিন – কাস্টমস,সাইফুল ইসলাম – স্বাস্থ্য

মিজানুর রহমান – ট্যাক্স,কাজী শাহ্ নেওয়াজ – পুলিশ

মুহিত চৌধুরী – পুলিশ,হাবীব শাহীন – কাস্টমস

মো মহিউদ্দীন – স্বাস্থ্য,মাহমুদা খানম –  পররাষ্ট্র

ড. শায়লা আক্তার – তথ্য,যুগ্ম সাধারণ সম্পাদক

হারুনুর রশিদ –পুলিশ,

মোঃ সাইফুজ্জামান ( চুন্নু ) গণপূর্ত

আমিনুল ইসলাম ইমন –কাস্টমস

রহমান শুভ্র – স্বাস্থ্য

রাকিবুল হাফিজ – ট্যাক্স

মাহফুজুল ইসলাম – তথ্য

মোবারক হোসেন – পরিসংখ্যন

শাহ্‌ আলম কিরণ শিশির – রেলওয়ে

কবির হোসেন – প্রশাসন

সুব্রত কুমার দাস শুভ – কৃষি

অনিন্দ্য মাহাবুব – রোডস এন্ড হাইওয়ে

আরিফুল ইসলাম – পররাষ্ট্র

মারিয়ম মাকসুরাত – কাস্টমস

শাকিল আহমেদ চৌধুরী – পোস্টাল

আব্দুল্লাহ আল মামুন রনি – গণপূর্ত

এম জে কবির জুয়েল – কৃষি

আরিফুল ইসলাম রাসেল – প্রশাসন

সাংগাঠনিক সম্পাদক 

ইফতেখায়রুল ইসলাম – পুলিশ

কাউসাইন মোসাব্বের – লাইভ স্টোক

নাজমুল ইসলাম রাজু – প্রশাসন

হারুন অর রশীদ – গণপূর্ত

মুহিত কবির সেরেনিয়াবাত – পুলিশ

মোঃ তরিকুল ইসলাম – পোস্টাল

জাহাঙ্গীর আলম – প্রশাসন

মোশারেফ হোসেন মিলু – প্রশাসন

মাসুমা জান্নাত সুমী – কৃষি

সবুজ হাওলাদার – ফ্যামিলি প্ল্যানিং

শাহাবুদ্দিন কবির জুয়েল – পুলিশ

মোঃ নুরুন্নবি সোহাগ – প্রশাসন

জাকারিয়া হিমেল রুপম – স্বাস্হ্য

নাসির উদ্দিন – পররাষ্ট্র

মোঃ আবুল বাসার – শিক্ষা

মোস্তফা কামাল – পুলিশ

হোসেন আহম্মেদ শুভ – অডিট

কোষাধ্যক্ষ –

মোঃ আবুল খায়ের হিরো – সমবায়

সম্পাদক

আন্তর্জাতিক সম্পাদক – হাসান আব্দুল্লাহ তৌহিদ – পররাষ্ট্র

প্রচার সম্পাদক – আবু নাসের – তথ্য

দপ্তর সম্পাদক – আহসান হাবীব জিতু – প্রশাসন

সাংস্কৃতিক সম্পাদক – সঞ্জয় হালদার – শিক্ষা

মানব সম্পদ উন্নয়ন সম্পাদক – মৌমিতা জিন্নাত – পররাষ্ট্র

প্রকাশনা সম্পাদক – আহসান উল্লাহ রাসেল – ট্যাক্স

মিডিয়া সম্পাদক – নাজমুল ইসলাম – ট্যাক্স

তথ্যকোষ বিষয়ক সম্পাদক –থান্ডার খাইরুল হাসান – পুলিশ

মনিটরিং এন্ড ইভালুশন সম্পাদক – আফরোজ দিল শারমীন – শিক্ষা

ক্রীড়া সম্পাদক – নাজমুল হাসান রাফি – পুলিশ

ইনোভেশন  সম্পাদক – এহেসানুল ফেরদৌস – পুলিশ

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – মহিউল আলম – স্বাস্থ্য

শিক্ষা সম্পাদক – মুকিব মিয়া – শিক্ষা

রিসার্স ও ডকুমেন্টেশন – মহিদুল ইসলাম – পুলিশ

অভ্যন্তরীণ কমিউনিকেশন সম্পাদক –একেএম হেদায়েতুল ইসলাম – প্রশাসন

পূর্ত সম্পাদক – সুব্রত বিশ্বাস – গণপূর্ত

সাহিত্য সম্পাদক – মিল্টন রয় – প্রশাসন

মহিলা বিষয়ক সম্পাদক – কারিমা আকতার – কৃষি

অভ্যন্তরীন সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক – শারমিন তিতলি – ফরেস্ট

গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক – মনোয়ার মোরসালেন – কাস্টমস

প্রযুক্তি সম্পাদক – মাহদি ফয়সাল – ট্যাক্স

পরিবেশ সম্পাদক – নাজমা পারভিন – ট্যাক্স

পাঠচক্র বিষয়ক সম্পাদক –মোহাম্মদ জিয়াউল হক – পুলিশ

মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক – আব্দুল করিম  – প্রশাসন

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক – শেখ ওয়ালিদ ফায়েজ – তথ্য

আইন ও গবেষনা বিষয়ক সম্পাদক – প্রিয়াংকা দাস শিপু – কাস্টমস

ভ্রমণ বিষয়ক সম্পাদক – নাসরিন আক্তার ইতি – কাস্টমস

কৃষি বিষয়ক সম্পাদক – আব্দুল বাতেন – কাস্টমস

সমবায় বিষয়ক সম্পাদক – সেলিমুল আলম শাহিন – সমবায়

শিশু অধিকার বিষয়ক সম্পাদক – সাইদুর রহমান রিপন – পুলিশ

আপ্যায়ন বিষয়ক সম্পাদক – মোঃ খায়রুল আলম – পুলিশ

জলবায়ু অভিঘাত সংযোজন বিষয়ক সম্পাদক – লিংকন রয় –ট্যাক্স

মানবাধিকার সংরক্ষণ বিষয়ক সম্পাদক – নুসরাত জাহান মৌ – ট্যাক্স

স্মার্ট বাংলাদেশ জনসম্পদ বিষয়ক সম্পাদক – মোঃ জাকির হোসেন – প্রশাসন

সহ সম্পাদক 

সিফাত–ই জাহান – প্রশাসন

সুমন মাহাবুবুর রহমান – পররাষ্ট্র

মোঃ জুবায়ের আহম্মেদ – ট্যাক্স

মোঃ নজরুল ইসলাম – প্রশাসন

নিরাগ মেহেদী – শিক্ষা

হাসানুল ইসলাম বব – ট্যাক্স

নাজমুল ইসলাম – কাস্টমস

ফাতেমা আফতাব – ট্যাক্স

প্রদীপ কুমার সরকার – লাইভস্টক

মোঃ জাকারিয়া – কাস্টমস

ফুয়াদ হোসেন আনন্দ – রেলওয়ে

সায়মা রাজ্জাকী – পররাষ্ট্র

সুরাইয়া সুলতানা নিপু – কাস্টমস

খান মোঃ হাসানুজ্জামান – প্রশাসন

কাউসার পাটোয়ারি – কাস্টমস

আঞ্জুমান আরা সাথী – কাস্টমস

মোঃ তরিকুল আলম –গণপূর্ত

আবুল বাসার – কাস্টমস

মাহফুজুর রহমান – কাস্টমস

মেজবাহ উদ্দিন রিগান – প্রশাসন

জামিলুর রহমান খান – পুলিশ

নিমপা জেবিন – কাস্টমস্

তানিয়া হাসিন – শিক্ষা

আকলিমা খাতুন রুপসী – পরিসংখ্যান

ফরিদা রেনু – পুলিশ

শাকিরুল ইসলাম –রোডস এন্ড হাইওয়ে

জানে আলম – ট্যাক্স

মো নাজমুল হেসেন – তথ্য

মো: আবু সুফিয়ান মাহবুব – গণপূর্ত

মোঃ বিল্লাল হোসেন – পুলিশ

ইবনে মায়ায প্রামাণিক – পাবলিক হেলথ

মোঃ খায়রুজ্জামান সবুজ – গণপূর্ত

ইলিয়াস হোসেন – শিক্ষা

নাজমুল হাসান – পুলিশ

সদস্য 

মৃত্যুণ্জয় দে সজল – পুলি

রফিকুল আলম – পররাস্ট্র

নাহিদ হাসান – প্রশাসন

ফিরোজ মোহাম্মদ নাঈম – প্রশাসন

জাবেদ হোসেন – স্বাস্থ্য

শিবলী সাদিক – প্রশাসন

নাজিবুল্লাহ সাকী – শিক্ষা

রুক্সানা রুক্সি – শিক্ষা

ওসমান গনি শিশির – লাইভ স্টোক

মেজবাহ উদ্দীন – ফ্যামিলি প্লানিং

পলাশ সাহা – রেলওয়ে

রাশেদ আহসান – গণপূর্ত

রাসেল আহম্মেদ – কৃষি

তানভীর শরীফ –প্রশাসন

মানিক বণিক – শিক্ষা

রইসুন্নেসা –ট্যাক্স

নাজমুস ছাকিব – প্রশাসন

আসমা আক্তার – কাস্টমস

মোঃ সোনাহর আলী শরীফ – পুলিশ

আহসান সাগর – কাস্টমস

রেজাউল করিম – কাস্টমস

রিফাত আল ইমন – স্বাস্থ্য

আহসান রুবেল – পুলিশ

আসাদুজ্জামান সুমন – প্রশাসন

আতিকুল ইসলাম – প্রশাসন

তাপস কুমার দাস – পুলিশ

তানভীর আহমমেদ – তথ্য

সারোয়ার সরকার জীবন – পররাষ্ট্র

কানিজ ফারহানা শিমু – কাস্টমস

তান্জিলিনা মেহেনাজ – প্রশাসন

সৈয়দ গিয়াস উদ্দিন – সড়ক ও জনপথ

ফাহিম আহম্মেদ – ফ্যামিলি প্লানিং

মামুনুর রহমান – প্রশাসন

রেহমান হাবীব – কাস্টমস

সোহেল রানা – প্রশাসন

ফরহাদ চৌধুরী – প্রশাসন

ফজলে এলাহী – পুলিশ

আয়েশা সিদ্দিকা –ট্যাক্স

ফকির ওয়ালিদ শাহ্‌ উপল  স্বাস্থ্য

কামরুজ্জামান সরকার –শিক্ষা

তানভীর আহমেদ ঝুমন – পররাষ্ট্র

কাজী রায়হানুজ্জামান – কাস্টমস

মোঃ জসীম উদ্দিন – তথ্য

তৌহিদুল ইসলাম – পুলিশ

সৈয়দ মামুন মুস্তফা – পুলিশ

রমজানই হায়দার –কৃষি

শামিম আহম্মেদ – কাস্টমস

মামুনুল করিম – প্রশাসন

জহিরুল আলম – ফ্যামিলি প্লানিং

নিপুন চাকমা জুনি – কাস্টমস

হীরা হাফিজ – পুলিশ

মাসুদুর রহমান – ফ্যামিলি প্লানিং

সালাউদ্দিন মঞ্জু – প্রশাসন

এম.এম শহীদুল্লাহ কায়সার –ট্যাক্স

আয়েশা সিদ্দিকা – প্রশাসন

আনিসুর রহমান – ফরেস্ট

নজরুল কনক – স্বাস্থ্য

প্রবীর সেন – ফ্যামিলি প্লানিং

মাফরোজ সুলতানা ইমা – ট্যাক্স

মো রাসেল শেখ – তথ্য

মো দুলাল হোসেন –তথ্য

সৈয়দা মাসরুরাা তান্জিমা – স্বাস্থ্য

ফারুক আল ফয়সাল – ফ্যামিলি প্লানিং

রাশেদ রেজা ডিকেন – ট্যাক্স

কেফায়ত মজুমদার – কাস্টমস

রোকসানা খানম মুন্নি – ফ্যামিলি প্লানিং

নিতুল রয় – কৃষি

খন্দকার লেনিন – পুলিশ

তুষিতা চাকমা – পররাষ্ট্র

আজহারুল ইসলাম – শিক্ষা

গোলাম কিবরিয়া – শিক্ষা

কবির পলাশ – প্রশাসন

মন্দীপ ঘরাই – প্রশাসন

সৌতম শীল –কৃষি

এমরান হোসেন প্রধান –পরিসংখ্যান

সাইকা শাহাদত – প্রশাসন

আনোয়ার পারভেজ – রোডস এন্ড হাইওয়ে

সাজ্জাদ ইবনে রায়হান – পুলিশ

রাহুল পাটোয়ারি – পুলিশ

চন্চল কুমার বসার – শিক্ষা

পার্থ সারথি গুহ – ট্যাক্স

সন্তোষ সরেন – কাস্টমস্

মোহাম্মদ জাকির – শিক্ষা

মো: মুস্তাফিজুর রহমান –গণপূর্ত

মোঃ রফিকুল ইসলাম – ফ্যামিলি প্লানিং

 

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম