তারিখ লোড হচ্ছে...

গাজীপুর টঙ্গীতে কারখানায় আগুন

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর টঙ্গীর পাগাড়ে এলাকায়,জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানার ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কতৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

সবা:স:জু-১১৫/২৪

জয়পুরহাটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ। ১১ কেভি লাইনের আশপাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে নির্ধারিত সময়ে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি সংস্কার কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুর মোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম