খুনের উদ্দেশ্যে সাংবাদিক জুবাইরকে খুঁজছেন চাঁদাবাজ অলি

মো: রায়হান: চট্টগ্রাম

 

দৈনিক আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মোঃ জুবাইরকে চাঁদাবাজ অলি উদ্দিন প্রাণ নাশের হুমকি দিয়েছেন। ৫ এপ্রিল রাতে চট্টগ্রাম কাজীর দেউড়ি মোড়ে জুবাইরকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

 

সকল তথ্য প্রমাণের ভিত্তিতে অলির অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন থানার সোর্স ও অপ-সাংবাদিকদের দ্বারা সমঝোতার চেষ্টা করেন। সমঝোতা না করলে মাইর-ধর করার লক্ষ্যে একই দিনে অলি উদ্দিন ছেলেপুলে নিয়ে সাংবাদিক জুবাইরকে শেরশাহ বাংলা বাজারে খুঁজতে যান। যার একটি অডিও ক্লিপ আমাদের পত্রিকা অফিসে রয়েছে। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আদালতের শরণাপন্ন হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

 

সাংবাদিক জুবাইর সম্প্রতি “থানার ক্যাশিয়ার পরিচয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সোর্স অলি” শিরোনামে সংবাদ করেন। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।

অডিও ক্লিপে অলি উদ্দীনকে বলতে শোনা যায়, জুবাইর কি একটা সাংবাদিক ঐলো না ওডা। আরে বেডা জুবাইর এহন আইলে থাপড়াইয়া দেমু হেডার মার পুতেরে বেডা। মাইজ্জুমও তারে। জুবাইররে আই কাইলকা রাতকেও টুকাই আইছি, কিতা কছ বেডা। কাল রাতকে গিয়া ওর এরিয়া দেবের পাড় শেরশাহ টুকাই আইছি বেডা। পিডিয়ালাইতাম হেতারে। ধ্বংস করিয়া লাইতাম। হেতার ডকুমেন্টস আর কাছে আছে।”

 

উল্লেখ্য, যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও চকবাজার থানার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে গণপরিবহনে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ড্রাইভার সেজে অলি উদ্দীনকে মুঠো ফোনে কল দিলে তিনি পরিচয় জানতে চান। সাংবাদিক জুবাইর তাকে ট্রাকের ডাইভার পরিচয় দিলে তিনি বলেন, হে’দিনও তো আমি বক্করের গাড়ি ধইরা কট লইছি। শহরের পুলিশগুলো কেমন জানতে চাইলে তিনি আরও বলেন, “আর থানাগুলা ভালা, ঐ বায়েজিদ-মাইজিদগুলা ঐ দেহেন না আপনারারে ধইরা টেহা-পইসা লইয়া লায়। আই এগিন পুন্দাই ন।” পরে পুনরায় সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

লাশঘরে রাখা নারীর লাশের সাথে যৌনাচার-পাহারাদার আটক!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-১

২ বছরের এক কিশোরী ও ৩২ বছরের এক নারী আত্মহত্যার চেষ্টা করেন ২০২১ সালের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে। ওই সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী জরুরি বিভাগ থেকে পাশের লাশ ঘর হয়ে চমেকের মর্গে যায় মৃতদেহগুলো। লাশগুলোর সুরতহাল প্রতিবেদনে জোর জবরদস্তি কিংবা ধর্ষণের আলামত না মিললেও ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য সিআইডির ল্যাবরেটরিতে চিকিৎসকের পাঠানো দুই মরদেহে ‘হাই ভ্যাজাইনাল সোয়াব (এইচভিএস) ’ পাওয়া গেল একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি।

দুই মাসের ব্যবধানে দুটি অপমৃত্যুর ঘটনায় দুই নারীর দেহে একই পুরুষের শুক্রাণুর উপস্থিতির ঘটনায় বিষ্মিত হয় সিআইডি। সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে এ ঘটনার অনুসন্ধানে নামেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এসআই কৃঞ্চ কমল ভৌমিক। তিনি দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাশ ঘরের অস্থায়ীভিত্তিতে নিয়োজিত দারোয়ান সেলিমকে (৪৮) শনাক্ত করেন। পরে সোমবার সকালে সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীর মরদেহের সাথে বিকৃত যৌনাচার করার কথা স্বীকার করে এ লাশ পাহারাদার। এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সিআইডির এসআই কৃঞ্চ কমল ভৌমিক একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সেলিম (৪৮) কুমিল্লার লাকসাম উপজেলার সাতেশ্বর গ্রামের বাসিন্দা বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট ঘাসিয়াপাড়ার ভাড়া বাসায় থাকেন। তার বিরুদ্ধে এর আগেও পাঁচলাইশ থানায় নারী নির্যাতন মামলা ছিল।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, ‘গত বছরের ৭ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা এলাকা থেকে ৩২ বছর বয়সী এক নারী ও ২৫ এপ্রিল চান্দগাঁও থানা এলাকা থেকে ১২ বছর বয়সী এক কিশোরীর মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে। দুটাই আত্মহত্যার চেষ্টার ঘটনা। দুজনকেই হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারপর এসব মরদেহ রাতে চমেক পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত লাশ ঘরে রাখা হয়। পরের দিন সেখান থেকে প্রর্বত্তক মোড়স্থ মর্গে নিয়ে ময়না তদন্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘লাশগুলোর সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন কিংবা জোর জবরদস্তি কিংবা ধর্ষণের আলামত না মিললেও ময়না তদন্ত প্রতিবেদনের জন্য সিআইডির ল্যাবরেটরিতে চিকিৎসকের পাঠানো দুই মরদেহে ‘হাই ভ্যাজাইনাল সোয়াব (এইচভিএস) ’পাওয়া গেল একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি। ঘটনার রহস্য উদঘাটনে নেমে মর্গের ডোম এবং লাশ ঘরের পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে নিয়ে চা পানের আড়ালে মুখের লালা থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে লাশ ঘরের পাহারাদার সেলিমের সাথে ওই দুই নারী ও কিশোরীর লাশে পাওয়া শুক্রাণুর মিল পাওয়া যায়। এরপরই সোমবার আমরা লাশ ঘরের পাহাদার সেলিমকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই বিকৃত যৌনাচারের কথা স্বীকারও করেছেন। এরপরও বিস্তারিত জানতে আমরা তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবা করব।’

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগে চমেকের লাশ ঘরের পাহারাদার সেলিমকে সিআইডি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। মামলাটি তারাই তদন্ত করবে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি