মাস্ককে কটাক্ষ করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

সবুজ বাংলাদেশ ডেস্ক:

জি-২০ সোশ্যাল ইভেন্টে বক্তৃতাকালে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা। শনিবার জি-২০ এর সোশ্যাল ইভেন্টের সম্মেলন চলাকালীন ব্রাজিলের ফার্স্ট লেডি ইলন মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন। ইলনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল তথ্যের লাগাম টেনে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। জানজা লুলা দা সিলভার বক্তৃতার সময় জাহাজের ভেঁপু শব্দ ভেসে এলে তিনি মজা করে বলেন, আমি মনে করি এটি ইলন মাস্ক।

এর আগে জানজা বলেছিলেন, আপনার বিষয়ে আমি ভীত নই ইলন মাস্ক। সোশ্যাল নেটওয়ার্ক এক্সে পোস্ট করা ফার্স্ট লেডির এই ভিডিওতে হাহা রিয়্যাক্ট দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিক। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম উল্লেখ করে এক্সের এক পোস্টে মাস্ক বলেছেন, আগামী নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন। আগামী সোম এবং মঙ্গলবার জি-২০ এর শীর্ষ সম্মেলনের আগে সোশ্যাল ইভেন্টে বক্তৃতার সময় ইলন মাস্ককে লক্ষ্যবস্তু করলেন ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী।

উল্লেখ্য, এ বছর ব্রাজিলে এক মাসের জন্য ইলন মাস্কের সোশ্যাল মেসেজিং নেটওয়ার্কটির কার্যক্রম স্থগিত করা হয়। ‘ঘৃণা এবং ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেশটির আদালতের আদেশ উপেক্ষা করায় এমন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল মাস্কের মাইক্রো ব্লগিং নেটওয়ার্কের এই যোগাযোগমাধ্যম।

সবা:স:জু- ১৩১/২৪

সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান।

সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।

এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে।

দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে মের মধ্যে ৩০ এ নিয়ে আসতে হবে।

দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি – ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকেই এই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। -বিবিসি বাংলা

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম