সানট্যান ও স্পট দূর করে ত্বকের উজ্জ্বলতায় থানাকা

রুপচর্চা ডেস্ক:

মায়ানমারের ঐতিহ্য ও সৌন্দর্যচর্চার সাথে থানাকা শব্দটি জড়িত। প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই উপাদানটি ম্যাজিকের মতো কাজ করে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সানট্যান ও স্পট দূর করে স্কিনের গ্লো ফিরিয়ে আনতে থানাকা কীভাবে কাজ করে, সেটা জেনে নেই চলুন।

থানাকা আসলে কী?

সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বিশেষ করে মায়ানমারে Limonia acidissima বা থানাকা প্ল্যান্ট পাওয়া যায়। এই গাছের বাকল সংগ্রহ করে, সেটা ভালোভাবে গুঁড়ো করে বা পেস্ট বানিয়ে ত্বকের জন্য ব্যবহারোপযোগী করা হয়। প্রয়োজন অনুযায়ী এতে মিক্স করা হয় অন্যান্য স্কিন বেনিফিসিয়াল ইনগ্রেডিয়েন্ট। থানাকাতে আছে স্কিন ব্রাইটেনিং, অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ। শুধুমাত্র মায়ানমার না, থাইল্যান্ড ও আশেপাশের অনেক দেশেই এই উপাদানটি জনপ্রিয় হয়ে উঠেছে।

স্কিনকেয়ার বেনিফিট

প্রায় ২,০০০ বছরেরও বেশি সময় ধরে মায়ানমারে রূপচর্চায় এই উপাদানটি ব্যবহৃত হয়ে আসছে। কী আছে এতে, কেন এতটা জনপ্রিয় এই থানাকা, আসলেই কি এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে- নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে! চলুন তাহলে জেনে নেই এর বেনিফিট সম্পর্কে।

প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে:

থানাকাতে আছে স্কিন ব্রাইটেনিং প্রোপার্টিজ। এটি মেলানিন প্রোডাকশনকে ট্রিগার করে এমন এনজাইমের (টাইরোসিনেজ) কার্যক্রমকে বাধা দেয়। আর মেলানিন প্রোডাকশন কন্ট্রোলে আসলে প্রাকৃতিকভাবেই ত্বক উজ্জ্বল হয়।

সানট্যান ও স্পট দূর করে:

এটি অ্যান্টি অক্সিডেন্টের পটেনশিয়াল সোর্স যা ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখে। সানট্যান, স্পট ও ডিসকালারেশন দূর করে স্কিনের হেলদি গ্লো রিস্টোর করে। আগেই বলেছি, এতে আছে ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং এজেন্ট। ডাল, ড্যামেজড স্কিনের ন্যাচারাল সল্যুশন হিসেবে থানাকা মাস্ক বেশ ভালো কাজ করে।

প্রিম্যাচিউর এজিং সাইনস প্রিভেন্ট করে:

এতে আছে এমন কিছু এলিমেন্ট যা ত্বকের ইলাস্টিন ও কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে প্রিম্যাচিউর সাইনস প্রিভেন্ট করে। থানাকাতে আরও আছে স্কিন নারিশিং ও ময়েশ্চারাইজিং প্রোপার্টিজ যা স্কিনকে হেলদি ও ইয়ুথফুল রাখতে দারুণ কার্যকরী।

একনে কমিয়ে আনে:

এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ, যা একনে প্রন স্কিনের জন্য দারুণ কার্যকরী। ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করে তাই ব্রণ বা র‍্যাশ ধীরে ধীরে কমে আসে এবং স্কিন কন্ডিশন ইম্প্রুভ হয়।

প্রোডাক্ট ইউসের পর ফলাফল:     

এটি ব্রাইটেনিংয়ের সাথে সাথে একনে স্পটস ও সানট্যান দূর করবে। সেই সাথে ফাইন লাইনস ও রিংকেলসের ভিজিবিলিটি কমাবে ,যেকোনো স্কিন টাইপে ব্যবহার করা যায়, স্কিনে কুলিং ইফেক্ট দেয়, প্রতিবারের ব্যবহারের পর স্কিন বেশ গ্লোয়ি, ফ্রেশ ও হাইড্রেটেড দেখায়, ভিটামিন ই থাকায় স্কিন বেশ ময়েশ্চারাইজড লাগে, আমার স্কিনে সানট্যান ও একনে স্পটস ছিলো যেটা অনেকটাই কমে এসেছে

ব্যবহারের নিয়ম:

ফেইস আগে ভালোভাবে ক্লিন করে নিন। এরপর মাস্ক অ্যাপ্লিকেটর বা স্পুলি দিয়ে মাস্ক নিয়ে ফেইসে সরাসরি অ্যাপ্লাই করুন। ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। সপ্তাহে ১/২ বার থানাকা মাস্ক ব্যবহার করতে পারেন।

Lavino দেশীয় অর্গানিক ব্র্যান্ড। ন্যাচারাল, পিওর, অর্গানিক ইনগ্রেডিয়েন্ট যারা সেলফ কেয়ারে অ্যাড করতে চাচ্ছেন, তারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রাই করতে পারেন। আজ একটি নতুন ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা জানলাম, সেই সাথে নতুন একটি প্রোডাক্টের সাথে পরিচিত হলাম! সানট্যান ও স্পট দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে থানাকা মাস্ক উইকলি স্কিনকেয়ারে অ্যাড করে ফেলুন তাহলে।

সবা:স:জু-১৪৯/২৪

 

গাজায় হত্যাযজ্ঞ নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়াল

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৮০০ ছাড়াল। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০৫ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ২৫৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 

সবা:স:জু-৩১৮/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের