শীতে নাকাল উত্তরাঞ্চল ১২ ডিগ্রিতে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার:

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

সবা:স:জু-২১৫/২৪

কেরানীগঞ্জ খোলামোড়া লঞ্চঘাট টার্মিনাল টোল মুক্তির দাবিতে মানব বন্ধন

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া, সোয়ারীঘাট লঞ্চ ও নৌকা ঘাটের দীর্ঘ ২৫ বছরের টোল শোষনের অতিষ্ট হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা,ব্যাবসায়ী এবং যাত্রীরা।এর আগে গত২৪-১১-২০২৪ইং তারিখে ঘাটের টোল মুক্তি চেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি গণস্বাক্ষর যুক্ত অবেদন জমা দেন স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এবং যাত্রী কল্যাণকর সমন্বয়ক কমিটির প্রতিনিধিরা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রশাসনিক ব্যাবস্থা না নেওয়াতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ব্যাবসায়ী এবং যাত্রীরা।মানববন্ধনে অংশ গ্রহন কারীরা জানান খোলা মোড়া ঘাট ও সোয়ারী ঘাট প্রবেশ পথে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫ টাকা করে প্রবেশ মূল্য আদায় করে নিচ্ছে এবং লঞ্চ মালিকরাও নিজেদের খেয়াল খুশি মতো লঞ্চের ভাড়া বৃদ্ধি করে আদায় করে নিচ্ছে । কোন কোন যাত্রীর সাথে থাকা পন্যের অতিরিক্ত চার্জ বা ফি নিজেদের ইচ্ছে মতো আদায় করে নেয় ঘাট উজারাদার । আমরা সাধারণ যাত্রীরা প্রায় ২৫-৩০ বছর যাবৎ প্রবেশ মূল্য ও সাথে থাকা পণ্যের চার্জ বা ফি ঘাট ইজারাদারের হিসাব মোতাবেক দিয়ে আসছি। বিআইডব্লিউটিএ এর নির্ধারিত প্রবেশ মূল্য ও কোন কোন পন্যের ফি বা চার্জ আজ অবধি সাধারণ যাত্রীগণ জানতে পারেনি। পন্যের চার্জ বা ফি অতিরিক্ত হওয়ায় যাত্রীগণ অপারগতা জানালে তাদের সাথে চরম দূর্ব্যবহার করা হয। কোন রকম প্রতিবাদ করার সাহস কেউ পায় না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের