গত সাড়ে ৭ বছরে শুধুমাত্র পৌরবাজার ওপেন ডাক না দিয়ে খাস খতিয়ান দেখিয়ে ৪ কেটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার:

নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র আব্দুল মালেক ইটভাটা ও গোডাউনের কুলি থেকে আওয়ামী যুবলীগের রাজনীতি ও পৌর মেয়র হয়ে গত ২০বছরে প্রায় শতকোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগ উঠেছে। নাঙ্গলকোট উপজেলা সদরে রেলের জায়গা দখল করে ঘর নির্মাণ থেকে শুরু করে ঠিকাদারী, নিয়োগ বাণিজ্য, পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের কমিশন, উন্নয়নের নামে সরকারি ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাট, পৌর বাজারের ইজারার টাকা লোপাটের নামে রাজস্ব ফাঁকি, সোলার সড়ক বাতির নামে কোটি টাকা আত্মসাৎ, পৌরসভার বরাদ্ধ থেকে নিজের বাড়িতে আইপিএস স্থাপন, ব্যাক্তিগত গাড়ি চালিয়ে পৌরসভা থেকে গাড়ির তৈল ক্রয় বাবদ ৪/৫ লাখ টাকা গ্রহণ, হিন্দুদের জমি নামমাত্র মূল্যে ক্রয়, উপজেলা সদরে জমির দালালি কোথায়ও তার হাত ছিল না। ৫আগষ্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেয়র আবদুল মালেক গা ঢাকা দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। আবদুল মালেক ২০১৬ সালের ৫ মার্চ ১মবার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০২১ সালে ২১ সেপ্টেম্বর দ্বিতীয়বার পৌরমেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পৌরসভার এক ভুক্তভোগী পৌর মেয়র আব্দুল মালেকের গত সাড়ে সাত বছরের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি-কোটি টাকা আত্মসাতের ফিরিস্তি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, পৌরসভার সর্বত্র তার অনিয়ম-দুর্নীতির ছড়াছড়ি লক্ষ্য করা যায়। পৌরসভার কোন উন্নয়ন কাজ গোছালো ছিল না। বিভিন্নস্থানে ড্রেনেজ ব্যবস্থার কাজের বেহাল অবস্থা বিরাজ করতে দেখা যায়। নাঙ্গলকোট পৌরবাজার থেকে দৌলতপুর পর্যন্ত ড্রেনেজ ব্যাবস্থার রডগুলো দেখা যায়। এ ড্রেনটির বিভিন্ন স্থানের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পৌরসভার কাজি মার্কেটের সামনের ঢাকা-চট্রগ্রাম রেলপথ সংলগ্ন সৌন্দর্য বর্ধনের কাজ শুরু থেকে বেহাল অবস্থা বিরাজ করছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি একটি পোয়ারা তৈরী করা হলেও এটি শুরু থেকেই চালু করা সম্ভব হয়নি।

পৌরসভার বিপুল পরিমাণ অর্থ লোপাটের পাঁচ সহযোগীর মধ্যে একজন হচ্ছেন, সহকারি প্রকৌশলী সাইফুর রহমান। যেখানে একজন সহকারি প্রকৌশলী একটি পৌরসভায় তিন বছরের বেশি চাকুরি করার নিয়ম নেই। সেখানে সহকারি প্রকৌশলী সাইফুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের দোহাই দিয়ে গত ১০বছর থেকে দাপটের সাথে পৌরসভায় চাকুরী করছেন। পৌর মেয়র আব্দুল মালেকের সাথে সহকারি প্রকৌশলী সাইফুর রহমানও আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। গত ১০বছরে অনিয়মনের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে। ঢাকায় একাধিক ফ্ল্যাটের সাথে দাউদকান্দির গৌরিপুরেও নাকি তার নামে ফ্ল্যাট রয়েছে। পৌর কর্মচারীদের ভাষ্য মতে, তিনি মাসে ৩০হাজার টাকা বেতন পেয়ে নিজের ও পরিবারের মাসিক ব্যয় মিটিয়ে কিভাবে এতগুলো ফ্ল্যাট ও জমির মালিক হতে পারেন ?

তার অপর সহযোগী প্রকৌশল বিভাগের উচ্চমান সহকারি আলমগীর কবির চৌধুরীও অল্পকিছুদিনের মধ্যে কয়েক কোটি টাকার মালিক বনে যান। পৌরসদরে গরুর ফার্ম, ফাস্টফুড দোকানের পাশাপাশি নামে-বেনামে তার বিভিন্ন সম্পত্তি রয়েছে। গত ৫আগষ্টের পর থেকে মেয়রের সাথে আলমগীর কবির চৌধুরীও পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি ১৪৩১ বাংলা সনের পৌর বাজারের সাপ্তাহিক, তোহা বাজার, গরু, ছাগল, হাঁস-মুরগী, মাছ, চারা বাজার, কসাইখানা, গণশৌচাগার, ৪টি সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড, পানের মহালসহ ১৭টি খাতের ইজারায় সর্বোচ্চ ১ কোটি ৪৮লাখ টাকা দরদাতা হিসেবে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টুগং বাজার ইজারা নেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ লাখ টাকার দরদাতা ছিলেন, ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক গং। যদিও এর আগে গত সাড়ে সাত বছরে অন্য কেউ দর ডাকার সুযোগ পর্যন্ত পাননি। চলতি বাংলা সনে ওবায়দুল হক গং কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে সিডিউল ক্রয় করে দর ডাকেন। মজিবুর রহমান মিন্টু গং সর্বোচ্চ দরদাতা হলেও তিনি পৌর মেয়র আব্দুল মালেকের সাথে যোগসাজসে সরকারি কোষাগারে পৌর বাজার ইজারার টাকা জমা না দিয়ে আদায়কৃত বিপুল পরিমাণ ইজারার টাকা আত্মসাৎ করার জন্য খাস কালেকশান দেখান।
খাস কালেকশান হচ্ছে, বাজার ইজারায় কেউ ডাক না দেওয়ায় খাস কালেকশান দেখানো হয়। এতে করে চলতি বাংলা সনে অবৈধভাবে মৌখিক হিসেবে মজিবুর রহমান মিন্টু বাজার ইজারা নেন। পৌর বাজারের ১৭টি খাতসহ তোহা ও সাপ্তাহিক বাজারের যে টাকা উঠানো হয় তার নামমাত্র টাকা পৌরসভার ব্যাংক হিসাব নম্বরে জমা দিয়ে অবশিষ্ট টাকা মজিবুর রহমান মিন্টুগং এবং মেয়র আব্দুল মালেক ভাগভাটোয়ারা করে নেন। জানা যায়, পৌর বাজারের খাস কালেকশানের নামে গাত সাড়ে সাত বছরে পৌর মেয়র আবদুল মালেক প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন।

এডিবি‘র স্পেশাল বরাদ্ধের কাজ না করেও বিল উত্তোলন করেন। বিভিন্ন রাস্তাঘাট মেরামতে অল্প পরিমাণ ইট-সুরকি ফেলে প্রায় দুই কোটি আত্মসাৎ করেন। নামে-বেনামে মক্তব, মসজিদ দেখিয়ে সভাপতি, সেক্রেটারী ও কমিটির স্বাক্ষর জাল করে গত সাড়ে ৭বছরে টিআর ও কাবিখার প্রায় দেড়‘শ টন চালের টাকার আত্মসাৎ করেন। এক্ষেত্রে মসজিদ ও মক্তব কমিটির সভাপতি ও সেক্রেটারী কিছুই জানে না।

গত ২০১৬ সাল থেকে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত ১মবার মেয়র নির্বাচিত হওয়ার সময় পৌরসভায় প্রায় ১শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়। এসব উন্নয়ন কাজের অধিকাংশ কাজ নিজের ঠিকাদারিতে করেন। আবার ঠিকাদারদের নিকট হতে কাজের শতকরা ২০ভাগ কমিশনও নেন। এখানেও কোটি-কোটি টাকা আত্মসাৎ করেন। ঠিকাদার নোমানের জামানতের ২লাখ টাকা এবং ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন মজুমদারের ঠিকাদারির জামানতের দেড় লাখ টাকা আত্মসাৎ করেন।

সম্প্রতি পৌর মেয়র আবদুল মালেক এক কোটি টাকা দিয়ে নতুন একটি গাড়িও কিনেছেন। এর মধ্যে পৌরসভা প্রকৌশলীসহ ইঞ্জিনিয়ারিং বিভাগের তেলবাজ কর্মচারীরা পৌরসভার বিভিন্ন খাত থেকে নয়-ছয় করে মেয়রের গাড়ি ক্রয়ের জন্য ২০লাখ টাকা বের করে দেন বলে সূত্রে জানা যায়।

গত ৫আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পৌর মেয়র আব্দুল মালেকও গা ডাকা দেন। এ ফাঁকে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌর বাজার ডাকের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য খাশ কালেকশান অবৈধ হওয়ায় আবার পৌর বাজার ডাকের সিডিউল ছাড়েন। জানা যায়, প্রায় ১শ১০ জন দরদাতা সিডিউল ক্রয় করেন। যেখানে বিগত বছরগুলোতে সরাসরি কারো সিডিউল ক্রয় করার সাহস ছিল না। বর্তমানে ওপেন ডাকের মাধ্যমে সরকারি নিয়মের মধ্যে সর্বোচ্চ দরদাতারা পৌর বাজার ইজারা নেন।

সাবেক মেয়র আব্দুল মালেকের দূর্ণীতির সহযোগী ও একান্ত আস্থাভাজন ৬/৭জন কর্মচারী ছাড়া অধিকাংশ কর্মচারীর ২৪ মাসের বেতন বকেয়া রয়েছে। কর্মচারীরা বেতন না পেয়ে মানববেতর জীবন-যাপন করলেও মেয়র আব্দুল মালেকের নিয়োগ বাণিজ্য বন্ধ নেই। বর্তমানে ৪৬জন কর্মকর্তা/কর্মচারীর বিশাল বহর পৌরসভায় নিয়োগ রয়েছে। যেখানে কর্মচারীদের ২৪মাসের বেতন বকেয়া রয়েছে। সেখানে পৌর মেয়র গত ১৩ মে আরো ৮জন কর্মচারী নিয়োগের ছাড়পত্র প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন। মেয়র আব্দুল মালেক গত সাড়ে সাত বছরে ১০জন কর্মচারী নিয়োগ প্রদান করেন। এই ১০জন থেকে প্রায় ৫০লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

 

ইশরাত জাহান নামে একজনকে পাম্প চালক হিসেবে নিয়োগ দেওয়া হলেও পৌরসভায় এখনো পাম্পই বসানো হয়নি। তাকে বসিয়ে-বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। সোহেল রানা নামে একজনকে বিদ্যুৎ হেলপার হিসেবে নিয়োগ দেওয়া হলেও সে বিদ্যুতের কিছুই জানে না। অফিস সহায়ক হিসেবে রহিমা নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বাড়ি লাকসাম। সে মেয়র আবদুল মালেকের দুর সম্পর্কের আত্মীয়। মেয়রের ভাগিনা নিজাম উদ্দিন কালুকে টিকাদানকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইউছুফ নবী নামে একজনকে জীপ চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ পৌরসভায় কোন জীপ নেই। এমনটি ইউছুফ নবীর ড্রাইভিং লাইসেন্স পর্যন্তও নেই। তাকে বসিয়ে-বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মিন্টুর স্ত্রী স্টোর কিপার তামান্না দায়িত্ব পালন না করে নিয়মিত কুমিল্লা থাকেন বলে অভিযোগ রয়েছে। অথচ সে নিয়মিত পৌরসভা থেকে বেতন নেন। পৌরসভার সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর আক্তরুজ্জামানের ছেলে শিপনকে চাকুরী দেওয়ার কথা বলে তার থেকে ২লাখ নেন। কিন্তু তাকে চাকুরি দিতে পারেননি। পরে তাকে মাস্টার রোলে ৫হাজার টাকা করে বেতন দেওয়া হয়। পৌরসভার হরিপুর গ্রামের মাসুম নামের একজনকে মেয়রের জীপচালক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে তার থেকে ২লাখ টাকা নেওয়া অভিযোগ রয়েছে।

পৌরসভায় সড়ক বাতি সোলার লাইট বসানোতে বড় ধরণের দূর্ণীতির আশ্রয় নেওয়া হয়েছে। নিম্নমানের প্রতিটি সোলার লাইটের দাম ৩০ হাজার টাকা হলেও টেন্ডারে দেখানো হয়েছে ৭০ হাজার টাকা। এর মধ্যে ৬মাসের মধ্যে অধিকাংশ সোলার লাইট নষ্টসহ অনেক জায়গায় সোলার লাইটের খাম্বা পর্যন্ত নেই। এছাড়া বিভিন্ন্স্থানে সোলার লাইটের জন্য বেইস ঢালাই দেওয়া হলেও সোলার লাইট না বসিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এধরণের ১শ লাইট স্থাপনের জন্য বেইস ঢালাই দিলেও সোলার লাইট না বসিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়। হরিপুর পশ্চিমপাড়া কাজী রিয়াজদের মসজিদের পূর্ব-দক্ষিণ পাশে সোলার লাইটের বেইস ঢালাই দেওয়া হলেও গত তিন বছরেও সোলার লাইট বসানো হয়নি। হরিপুর উত্তর পাড়া সাবেক কাউন্সিলর বাহারদের মসজিদের পিছনে সোলার লাইটের বেইস ঢালাই দেওয়া হলেও এলাকাবাসী সোলাই লাইটই দেখেনি।
গরু বাজার যাত্রী ছাউনির একটি কক্ষ ২০১১ সাল থেকে তরুণলীগ সভাপতি এয়াছিন ব্যবহার করে আসছেন। জানা যায়, এয়াছিনের শ্বশুর যাত্রী ছাউনির কক্ষটি ব্যবহার করছেন। যাত্রী ছাউনির কক্ষটি পৌরমেয়র আবদুল মালেককে ৫লক্ষ টাকা অগ্রিম দিয়ে কক্ষটি ৩হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। যাত্রী ছাউনির কক্ষটির অগ্রিম টাকা এবং গত ১২ বছরে ভাড়া বাবদ এক টাকাও পৌরসভার ব্যাংক হিসাব নম্বরে জমা হয়নি।
পৌরসভার আর সি সি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট, গার্ডওয়ালসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পাদনে কখনো কোন ওপেন টেন্ডার হতো না। সব কাজ আওয়ামীলীগ নেতা ও ঠিকাদার মাহমুদের লাইসেন্সে তরুণলীগ সভাপতি ইয়াছিন ও ইউছুফ করতেন। এসব উন্নয়ন প্রকল্পের কাজের শতকর ২০ ভাগ টাকা মেয়র আবদুল মালেককে প্রদান করতে হতো। শেষদিকে এসে মেয়র আবদুল মালেক তার ছেলেকে দিয়েও ঠিকাদারীর কাজ করান। পৌর কেন্দ্রীয় ঈদগাহ ঢালাইয়ের কাজ পৌরমেয়র আবদুল মালেকের ছেলে করেন। পৌর ঈদগাহের ঢালাই কাজের বরাদ্ধ বাড়াতে-বাড়াতে ৩০লাখ টাকা পর্যন্ত করেন। হাসান মেমোরিয়াল সরকারি কলেজের শহীদ মিনারের কাজটিও ছেলেকে দিয়ে করান।

বিভিন্ন সড়কের আর সি সি ঢালাইয়ের নির্মাণ কাজ ঢেন্ডার অনুযায়ী এক স্থানের কাজ অন্যস্থানেও করার অভিযোগ রয়েছে। ঢাকা-চট্রগ্রাম রেললাইন সংলগ্ন হরিপুর উত্তরপাড়া রেললাইন গেট থেকে বাজার রেললাইন গেট পর্যন্ত আর সি সি ঢালাই কাজ এখানে না করে উপজেলা পরিষদের ভিতরে হতে দেখা য়ায়। পৌরসভার প্যানেল মেয়র ছাদেক হোসেন কাজটি করেন। এ নিয়ে স্থানীয় মোশারফ হোসেনসহ এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে আবার টাকা আসলে পরে করে দেওয়া হবে বলে প্রতিশ্রæতি দেওয়া হয়।

পৌরসভাবাসী গত সাড়ে সাত বছরের সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ, পৌরসভার ইজারার টাকার অনিয়মসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতির মাধ্যমে কোটি-কোটি টাকা আত্মসাতের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান পৌরবাসী।

 

সবা:স:জু-১৬১/২৪

শত কোটি টাকার কাজ নিয়ে পালিয়েছেন এন. এস গ্যালারি ঠিকাদার সাইফুল

* ৫ আগস্টের পর পলাতক সাইফুল, স্থবির কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ  * দুর্নীতি করে শত কোটি টাকার মালিক, কাজ না করেই নিয়েছে বিল
* ৫ থেকে ২০ পার্সেন্টে বেঁচে দিয়েছে ৫০ কোটি টাকার কাজ * ব্যবস্থা নিতে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥
আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো প্রকার সম্পর্ক না থাকার পরও এন এস গ্যালারীর স্বত্ত্বাধীকারি সাইফুল ইসলাম ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল ঠিকাদারি কাজের প্রধান নিয়ন্ত্রক। সাইফুলকে কুমিল্লা সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার কাজের নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছিলে কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। সাইফুলের কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠিকাদারি নিয়ন্ত্রণের কাজ শুরু হয় আরফানুল হক রিফাত মেয়র থাকা অবস্থাতেই। কুমিল্লা সিটির টেন্ডার হওয়া কাজের প্রায় ৪০ থেকে ৬০ ভাগ দেয়া হতো সাইফুলের লাইসেন্স এন এস গ্যালারীর নামে। বিগত তিনটি টেন্ডারে সাইফুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস গ্যালারীর নামে টেন্ডার লয়েস্ট হয়েছে ১ শত ৭২ কোটি টাকার কাজ। তবে সকল কাজই এককভাবে দেখাশোনা করতের সাইফুল। যাদেরকে ভাগ করে কাজ দেওয়া হতো, তাদের কাছ থেকে নিতেন ৫ পার্সেন্ট। এছাড়াও কাজের প্রাক্কলন থেকে শুরু করে ফাইনাল বিল পর্যন্ত নিয়ন্ত্রণ করতেন সাইফুল, সাইফুলের এই দুর্নীত ও কোটি টাকা আত্মসাতের পেছনে জড়িত রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা। যারা ৫ আগস্টের পর থেকে ভোলপাল্টে এখন অন্তর্র্বতী সরকারের গুণকীর্তন গাইছেন। যার সুবাদে সাইফুল অল্প সময়ে কোটি টাকা আত্মসাৎ করে ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। তবে সাইফুলকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার দায়িত্ব দিলেও মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর উপ-নির্বাচনে বাহার কন্যা তাহসীন বাহার সূচী মেয়র নির্বাচিত হওয়ার পর সাইফুল বনে যায় কুমিল্লা সিটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। একটি সূত্র জানায়, কুমিল্লা সিটির টেন্ডার সহ সকল কাজের থেকে নগদ অর্থ আসার বিষয়ে অলিখিত উপদেষ্টা ছিলেন সাইফুল, মেয়র সূচীকে এবিষয়ে সব ধারণা দিতেন তিনি। মেয়রের চেয়ারে বসেই কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটি টাকা ডুকতো সূচীর ভ্যানেটি ব্যাগে, তাই সূচীরও এক নাম্বার লোক হয়ে যান সাইফুল ইসলাম। ৫ আগস্টের পর থেকে ভয়ে ও আতঙ্কে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অভিযোগ করে বলেন, কোনো দিন আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত ছিলেন না সাইফুল ইসলাম। তিনি হয়ে যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের হর্তাকর্তা। দীর্ঘ দিনের পুরনো কর্মীদের বঞ্চিত করে লুটে নেন কুমিল্লা সিটির কোটি টাকার কাজ। অনেকে বলেন, সাবেক এমপি বাহারের দেওয়া কর্মীর কাজও সাইফুল ছলচাতুরি করে আত্মসাৎ করতেন।

অনেকের অভিযোগ আওয়ামী লীগের পুরনো কর্মীর কাজ ও টাকা আত্মসাৎ করেন নব্য আওয়ামী লীগার সাইফুল। তবে বিশ্বস্ত একটি সূত্র জানায়, সাইফুল ইসলামের এই ক্ষমতার উৎস হচ্ছে টাকা। তিনি বহু আগে থেকেই সাবেক এমপি বাহার পরিবারের সকলকে নিয়মিত টাকা দিতেন। যার সুবাদে সাইফুল হয়ে উঠেন বাহার পরিবারের কাছে বিশ্বস্ত ও ক্ষমতাধর ব্যক্তি। বাহার কন্যা সূচী মেয়র হওয়ার পর পরই তিন থেকে চারটি টেন্ডারে প্রায় সাড়ে ৫শত কোটি টাকার টেন্ডার হয় কুমিল্লা সিটি কর্পোরেশনে। যেখান থেকে প্রায় একশত কোটি টাকার মতো কাজের টেন্ডার হয় সাইফুলের এন এস গ্যালরীর নামে। সেখান থেকে সাইফুল একাই নিতেন ৩০ কোটি টাকার কাজ। সাইফুল পলাতক হওয়ায় মুখথুবরে পরেছে কুমিল্লা সিটির উন্নয়ন প্রকল্প। এদিকে কাজ পাওয়া অনেকে জানিয়েছেন, সাইফুল পলাতক হলেও কাজের পার্সেন্টিজ নিয়মিত নিচ্ছেন তিনি। নিজের নামে নেওয়া কাজ বিক্রি করে দিচ্ছেন ১৫ থেকে ২০ পার্সেন্টে। পলাতক হয়েও কিভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের টাকা আত্মসাৎ করছেন। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও নির্বাহীর কাছে লিখিত অভিযোগ করেছে একটি গ্রুপ। নামে-বেনামে কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত করে সাইফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও তার লাইসেন্স বাতিলের দাবি জানান ঠিকাদার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ অনেকে। ভুক্তভোগিরা কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ও নির্বাহীর কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেন, সাইফুল ইসলাম, প্রোপ্রাইটর-এন. এস গ্যালারি. পিতা-মোঃ আঃ মালেক (তিশার ড্রাইভার), মাতা-আনোয়ার বেগম, গ্রাম-চম্পকনগর, পোঃ তালপুকুর পশ্চিম পাড়, কুমিল¬া সিটি করপোরেশন, কুমিল¬া। কুমিল¬ার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা-এর যোগসাজশে তাদের ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ভুয়া কাগজপত্র বানিয়ে, কাজ না করে বিল ভাউচার তৈরি করে, ভুয়া পে-অর্ডার বানিয়ে, ভুয়া ব্যাংক গ্যারান্টার হয়ে, চেক জালিয়াতি করে, ভুঁয়া মানি রিসিট তৈরি করে, আংশিক কাজ সম্পন্ন করে প্রকল্পের পুরো বিল হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকার কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। নগরবাসীর প্রত্যাশা ছিল নগরীর জীর্ণ শীর্ণ সড়ক ব্রিজ কালভার্ট, ড্রেনসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধন করবেন। নগরবাসীর চলাচলে নিরাপদ সড়ক তৈরি করবেন। কিন্তু সে আশায় গুড়েবালি। চোর না শোনে ধর্মের কাহিনী। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের নামে ঠিকাদার সাইফুল বাহিনী যে লুটপাট করেছে তা নজিরবিহীন। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, কুমিল¬া সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন কাজ করতে হলে আগে সাইফুলের সাথে আগে যোগাযোগ করতে হবে, তারপর অন্যান্য কর্মকর্তা। সাইফুল দাম্বিকতার সাথে বলেন, এখানে যত বাজেট বা কাজের সিডিউল সব আমার হাত থেকে হয়। তাই অন্যত্র যোগাযোগ করে কোনো লাভ নেই। যা আমি পারবো, তা অন্য কেউ পারবে না।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, এক সময় কুমিল্লার এমপি বাহারের একচ্ছত্র আধিপত্য ছিল, যা বর্তমানে দখল করেছে সাইফুল বাহিনী। সাইফুলের পরিবারের একসময় নূন আনতে পানতা ফুরানোর অবস্থা ছিল। তার বাবা কুমিল্লা এলাকার তিশা গাড়ীর ড্রাইভার ছিল। সেই ড্রাইভারের ছেলে আজ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। স্বৈরশাসক শেখ হাসিনার দোসর কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিনের একান্ত আপনজন হিসেবে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। শেখ হাসিনার দম ফুরিয়ে গেলেও এই সাইফুলের দম ফুরায়নি। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ক্ষমতাসীনদের বিপুল সম্পদ অর্জনের ইতিহাস তো সবারই জানা। এ অর্থ সম্পদের পাহাড় কেবল তৎকালীন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরাই গড়ে তুলেননি, তাদের অনুসারী দোসররাও সৃষ্টি করেছেন নতুন নতুন ইতিহাস, বানিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ গাড়ি-বাড়ি। এমপি বাহার এবং তার কন্যা তাহসিন বাহার সূচনার খুব কাছাকাছি থাকায় ছাইফুল লাগামহীন অর্থের নাগাল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি। তাই রাতারাতি গড়ে তুলেন শক্তিশালী সিন্ডিকেট বাহিনী। আর অল্পদিনে দিনে গড়ে তোলেন বিলাস বহুল গাড়ি বাড়ি। ব্যাপক দুর্নীতি, কাজ না করে বিল উত্তোলন ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভাগভাটোয়ারা ও কমিশন বাণিজ্যের মূল হোতা সাইফুল ইসলাম রয়েছে ধরা ছোঁয়ার বাইরে, কেউ কেউ বলছেন ৫ আগস্টের পর থেকে সাইফুল দুবাই বা সিঙ্গাপুরে পালিয়ে গিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, সাইফুল ইসলাম দুর্নীতির মাধ্যমে যে পাহাড়সম সম্পদ গড়েছেন, তা রূপকথার গল্পকেও হার মানায়। সাইফুল ইসলাম সবার সাথে মিলে যে, সিন্ডিকেট বাণিজ্য করেছে তা সবার মুখে মুখে আলোচিত হলেও তার ভয়ে কেউ কখনও কিছু বলার সাহস পায় নাই। এবিষয়ে জানার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে বার বার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান