ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ বলেছেন, ভারতীয় পানি আগ্রাসনের কারণে আজ আমাদের দেশ ভয়াবহ বিপর্যয়ের শিকার। আধিপত্যবাদী শক্তির পানি আগ্রাসনসহ যাবতীয় চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। জেলা নেজামে ইসলাম পার্টির এক জরুরি মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। বুধবার (২৮ আগস্ট)  সকালে অনুষ্ঠিত এ সভায় সমকালীন পরিস্থিতিতে পার্টির করণীয় ও সাংগঠনিক কর্মতৎপরতা বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ দীর্ঘ নির্বাসিত জীবনের পরে কক্সবাজারের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারে প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচনা করেন, সংগঠনের সদ্য কারামুক্ত জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

সভায় বক্তব্য রাখেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, পৌর সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, বাংলাদেশ  ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, সাবেক ছাত্রনেতা মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

 

সবা:স:জু-২৪১/২৪

মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ইতোমধ্যে এডাল্টিসাইডিংয়ে ব্যবহৃত কীটনাশকের দৈনিক পরিমাণ মেশিন প্রতি ৩০ লিটার থেকে বৃদ্ধি করে ৬০ লিটারে উন্নীত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের পূর্বে খাল জলাশয় ও নদর্মা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলাবদ্ধতার হটস্পট চিহ্নিতপূর্বক তা নিরসনে বিশেষ পরিকল্পনা গৃহীত হয়েছে।

তিনি বলেন প্রত্যাশিত ও যুগোপযোগী নাগরিক সেবা প্রদানের জন্যে প্রয়োজন দক্ষ জনশক্তি। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাৎসরিক ৬০ জনঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং সিফরসি প্রকল্পের প্রশিক্ষণের ফলপ্রসূ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে ডি-নথি চালুকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান