
সবুজ বাংলাদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
লুইজি মেনজিওনি নামের ওই যুবককে সোমবার, পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও একটি বন্দুক জব্দ করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়।
সবা:স:জু-২৭৮/২৪