
স্টাফ রিপোর্টার:
আজ জামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রু মুক্ত হয় জামালপুর।
১৯৭১ সালের এই দিনে রাতভর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প পিটিআই ঘাঁটির উপর চতুর্মূখী গোলার অক্রমণ চালানো হয়। এ আক্রমণে চার শতাধিক পাকিস্তানি সেনা নিহত এবং আহত হন আরো শতাধিক।
১০ ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে জামালপুর জেলা শহর। আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। জামালপুর মুক্ত হওয়ার পরপরই মুক্তিযোদ্ধারা ঢাকার পথে রওনা হয়।
সবা:স:জু-২৮০/২৪