মনোহরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লা ৯ (লাকসাম – মনোহরগঞ্জ) এর মনোহরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে হটিয়ে লাল সবুজের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। সে দিনটিকে স্মরণ করে ১১ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, শওকত আলীসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

 

সবা:স:জু- ৩২৬/২৪

বুড়িচং ডাক্তার খানার উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

 

মো: শরিফুল ইসলাম সুমন।।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং ডাক্তার খানা’র উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ ২০২৩ ) বুড়িচং ডাক্তার খানার আয়োজনে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা সেবা দিতে বিভিন্ন হাসপাতালের ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার।চিকিৎসা সেবায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন,ডাক্তার সুমনা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মফিজুল ইসলাম,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,শিক্ষানবিশ আইনজীবী শাওন,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,সহযোগীতায় শামীম, উজ্জ্বল, সবুজ,রিয়াদ,নাঈমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা।
ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন বলেন, আমাদের উদ্দেশ্য চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষের সেবা করা।ফ্রি মেডিকেলে ক্যাম্পের মাস ব্যাপী সেবা প্রদান করা হবে। সবসময়ই যেন এই সেবা প্রদান করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু বাকশীমূল এলাকায় নয়, পুরো উপজেলায় মাস ব্যাপী এ সেবা প্রদান করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি