ঢাকা ডার্বিতে দুপুরে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

খেলা ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

শীতের সকালে রাজধানীতে অনুশীলন শুরু আবাহনীর। বিকেলে কুমিল্লা যাবার তাড়া। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা আগের চেয়ে কমেছে, তবু ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান মানে বাড়তি কিছু।

এবার আকাশীদের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক আর ফুটবলার সবাই বাংলাদেশি। তবু পারফরম্যান্সে সাফল্যের ধারা। লিগের দুই ম্যাচ আর ফেডারেশন কাপে একটি, তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। এবার মোহামেডান প্রতিপক্ষ হওয়ায় জয়ের তাড়না আরও বেশি আকাশী-নীলদের।

এদিকে মৌসুমে মোহামেডানও অপ্রতিরোধ্য। দুই ম্যাচে শতভাগ জয়, যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে। এবারের স্কোয়াডও শক্তিশালী। তবে নিজেদের শেষ ম্যাচে ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারটা অস্বস্তি গত মৌসুমের তিন আসরের রানার্সআপদের।

একদিন আগেই গতকাল (শুক্রবার) বিকেলে কুমিল্লা পৌঁছে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে সাদাকালোরা। স্কোয়াড বিবেচনায় আবাহনীর চেয়ে এগিয়ে থাকলেও ঢাকা ডার্বি আলাদা মোহামেডানের কাছেও। তাই নির্ভার থাকার সুযোগ নেই। কারণ, ম্যাচটা মাঠের লড়াই ছাপিয়ে ঐতিহ্যেরও।

একই সময় গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা।

 

সবা:স:জু- ৩৩৯/২৪

মেঘনায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলা তুলাতুলী বাজারে আরিফ প্রধান এক ব্যক্তির নামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছে।

জানা যায়, আরিফ প্রধান উপজেলার মধ্যপাড়ার গদুবাড়ি টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তুলাতুলী বাজারে ইন্টারনেট ও ইলেকট্রিক ব্যাবসা করে জীবিকা নির্বাহ করেন।

আজ (৮ মে,২০২৩) সোমবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিষয়টি অবগত হয়ে সাথে সাথে মেঘনা সাব জোনাল অফিস, কুমিল্লা-৩-কে জানান, পরে দুপুর ১২ টার দিকে বিদ্যুৎ অফিসের লাইন ম্যান মোতালেব ও মোস্তাকিম এসে সংযোগটি বিচ্ছিন্ন করে।

সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, মেসার্স জুনায়েদ স্টোর (যার মিটার নং-১২৭৬৩৫৩)-এ যে লাইন টানা হয়েছে, সেই লাইনের ১৫-২০ ফুট সোর্সের দিক থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে কথিত আরিফ প্রধান ‘সিরাজ মিয়া (মিটার নং ০০১৯৪৬০) ও মো.আলেক চান (মিটার নং ২০২২২৭৬২) নামের দুটি মিটারে অবৈধভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান এবি ফাহাদ ওয়াইফাই জোন এবং ভাই-ভাই ইলেকট্রিক দোকানে নিয়মিত ব্যবহার করে যাচ্ছে।

এ ব্যাপারে আরিফ প্রধানের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্বরযন্ত্র করা হয়েছে।

এ বিষয়ে মেঘনা সাব জোনাল অফিসের কর্মকর্তা আহমেদ শাহরিয়ার (এজিএম) দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন , সঠিক তদন্ত করে বিধি অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান