লাল-সবুজে তারকাদের বিজয়োৎসব

স্টাফ রিপোর্টার : 

আজ মহান বিজয় দিবস। ঐতিহাসিক এ দিনটি উদযাপনে মেতে ওঠেছে এ দেশের মানুষ। সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও বিজয়োৎসবে মেতেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে তারকাদের বিজয়োল্লাস। বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, শবনম ফারিয়ারা প্রকাশ করেছেন নিজেদের ভাবনা। সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সবুজের পতাকা দুহাতে তুলে ধরে নিজের ফেসবুকে মিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

শবনম ফারিয়া লেখেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

অপূর্ব লিখেছেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

সন্তান বীরকে সঙ্গে নিয়ে বিজয়ের আনন্দে মেতেছেন বুবলী। তিনি লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।

 

সবা:স:জু- ৩৭০/২৪

সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি আবু বকর সিদ্দিক

 

আল-আমীন মল্লিক শ্যামল :

নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পর সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

সদ্য বদলি হওয়া ওসি গোলাম মোস্তফা এবছর ১১ জানুয়ারি যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানায়। দীর্ঘ ১১ মাস দ্বায়িত্ব পালন শেষে তিনি একই জেলার বন্দর থানায় যোগদান করেন।

সোমবার (১১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন সদ্য যোগদানকৃত মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিষয়টি দৈনিক সবুজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান