ভিজিট ভিসায় মানবপাচার চলছেই

স্টাফ রিপোর্টার॥
মালয়েশিয়া সহ মধ্যপাচ্চে ফের শুরু হয়েছে মানবপাচার। সক্রিয় রয়েছে দেশি-বিদেশি পাচার চক্র। কাজের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় আসা থেকে বিরত থাকতে সচেতন করা হলেও পাচার চক্রের ফাঁদে পা দিচ্ছে অনেকে।

করোনা মহামারির কারণে গত দুই বছর মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সীমান্ত বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি। এরই মাঝে দালালচক্র সক্রিয় হয়ে ওঠেছে।

একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশস্থ মালয়েশিয়া দূতাবাস পর্যাপ্ত পরিমাণ তথ্যাদি ছাড়া বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু না করলেও দালালচক্র সৌদি আরব, দুবাই মালয়েশিয় দূতাবাস থেকে ই-ভিসা ইস্যু করছে দেদারছে। এক্ষেত্রে জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা করে নিচ্ছে দালাল চক্র। তবে ফ্লাইটের আগে বাংলাদেশ ও মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তাদের টাকার বিনিময়ে ম্যানেজ করে মানবপাচার চলছে।

সূত্র জানায়, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ৫ শ’রও বেশি বাংলাদেশি এ চক্রের হাত ধরে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন। মালয়েশিয়ায় মানবপাচার রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় ও সচেতনতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সচেতন প্রবাসীরা।

এদিকে জোরপূর্বক শ্রম ও মানব পাচাররোধে মেগা অপারেশন অব্যাহত রেখেছে মালয়েশিয়া। দেশটিতে যেকোনো দেশি বা বিদেশি কর্মীকে নিয়োগকর্তা বা কোনো ব্যক্তি জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করলে অথবা এ উদ্দেশ্যে পাচারের শিকার হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে ‘অপস ব্যানতেরাস’ নামের এই মেগা অপারেশন টিম।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৫ মার্চ পর্যন্ত ৪৪৬ আইনের অধীন মোট ১ হাজার ২৮৫টি তদন্তমূলক ডকুমেন্ট খোলা হয়েছে, যার মধ্যে ১৩৫ জন নিয়োগকর্তার ১০ লাখ ৭ হাজার রিঙ্গিতের জরিমানাসহ মামলা করা হয়েছে।

 

যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

লন্ডন প্রতিনিধিঃ
বাংলাদেশে বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও বিএনপি জামায়াত শিবিরের নেতা কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে সভা সমাবেশ করছে।
এই সংগঠনটি বিগত কয়েক বছর ধরে মিছিল মিটিং,মানববন্ধন করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বৃটিশ বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বিবিসি অফিস, কমনওয়েলথ, ব্রিটিশ পার্লামেন্ট, আলতাব আলী পার্ক সহ বিভিন্ন স্থানে।
তার মানবাধিকারের নামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অপপ্রচার করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান, প্লেকার্ড প্রর্দশন করে বাংলাদেশী কমিউনিটির মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই সংগঠনের সভাপতি সাবেক শিবির নেতা মুসলিম খান। তার নেতৃত্বে যুক্তরাজ্যে জামায়াত শিবিরের কয়েক শত নেতা কর্মী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছে। এই সংগঠনের অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিএনপি জামায়াতের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বিভিন্ন অনুসন্ধানে পাওয়া গিয়েছে এসব নেতা কর্মীদের বিরুদ্ধে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন মামলা রয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও টুইটার ব্যাবহার করে সরকারের বিরুদ্ধে বিদেশে বসে গুজব ছড়ানোসহ অপপ্রচার করছে।
এদের ব্যাপারে সরকার আন্তর্জাতিক ভাবে পদক্ষেপ নেওয়া জন্য চিন্তা করছে। বিভিন্ন সময় জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী বর্গ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। কার্যকারী পদক্ষেপ না নেওয়া এসব মানবাধিকার সংগঠন গুলি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বিদেশে নষ্ট করছে। গত ৩০ জানুয়ারী এই সংগঠনটি লন্ডনে এক প্রতিবাদ সমাবেশে আয়োজন করে। সেখানে বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। এছাড়াও বিএনপি জামায়াতের কয়েক শত নেতা কর্মী উপস্থিত লক্ষ্য করা গেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম