ডেমরায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ বনশ্রীতে এবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক, পাশাপাশি সিঙ্গার কম্পানির মালামাল সার্ভিসিং ও মেরামতের কাজ করতেন।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

ডেমরা থানার এসআই তাহমিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেলে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনাটিকে জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছ।

নিহতের বড় ভাই শরিফ হোসেন বলেন, ‘আরিফ দুদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন।

সেখানে পরিবারকে রেখে গতকাল  শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।’

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে আরিফ। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন।

সবা:স:জু- ৫৫৮/২৪

 

ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার: 

বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মায়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা, কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সবা:স:জু- ৪০০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের