সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন

স্টাফ রিপোর্টারঃ

সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সের ৪ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসটি থেকে এর পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের নাম, পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কি কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত চলছে।

এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল ইসলাম।

 

সবা:স:জু- ৭০৬/২৫

ঢাকা-১৭ উপনির্বাচন: ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

অনলাইন ডেস্কঃ

কেন্দ্রে এজেন্ট ঢুকতে ও ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, শুধু সরকার দলীয় এজেন্ট ছাড়া, সরকার দলীয় লোকজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমি ভোট বর্জন করছি। নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি নির্বাচন থেকে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না।

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়-পরাজয় যাই হোক মেনে নেবো। কিন্তু নির্বাচন সুষ্ঠু না হলে ফলাফল মেনে নেবো না। আমি নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট না। পরিবেশ ভালো না। সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। কিন্তু এখন পরিবেশ ভালো না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের