তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলা মাদুরো

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো।

আজ শনিবার রয়টার্স জানায়, টানা ছয় মাস ধরে নির্বাচনী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে আন্তর্জাতিকভাবে সরে যাওয়ার চাপ এবং তাঁকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও গতকাল শপথ নেন নিকোলা মাদুরো।

২০১৩ সাল থেকে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরোর প্রায় এক যুগের শাসনামলকে দেশটির গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের কাল হিসেবে ধরা হয়। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। যদিও তাঁর বিজয় নিশ্চিত করে ভোটের বিস্তারিত ফলাফল কখনোই প্রকাশ হয়নি।

ভেনেজুয়েলার বিরোধীদের দাবি, ব্যালট বাক্সের ভোটের হিসাবে অনুযায়ী নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাঁকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।

 

সবা:স:জু- ৭২৭/২৫

ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

অভ্যুত্থান চেষ্টা তদন্তে হস্তক্ষেপের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার আলজাজিরা জানায়, অভ্যুত্থান চেষ্টা নিয়ে প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস জানান, তদন্তকারীরা কথিত অভ্যুত্থান ষড়যন্ত্রে নেত্তোর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। অবশ্য নেত্তো এ অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসেই জেনারেল নেত্তো, বলসোনারোসহ আরও ৩৫ জনকে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।

অভিযোগ রয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর পক্ষে বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়। এ নিয়েই তদন্তে নেমেছে পুলিশ।

২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অফ স্টাফ এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নেত্তো।

 

সবা:স:জু- ৩৪৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
অনিয়মের অভিযোগ থাকা সত্বেও পদোন্নতি পেতে মরিয়া গণপূর্তের প্রকৌশলী রাকিবুল প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের