মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ৭ জন আহত

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১:৪৫ মিনিটে উপজেলার সিদ্বেশরী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গনাইসার গ্রামের আমিনুল ইসলাম (৩২) রুপক চোকদার(৪২), রাকিব কবিরাজ (৩০) ও সজিব চোকদার(৩৪)। অপর পক্ষের মান্দ্রা গ্রামের মাসুম শেখ(৩৬),দিপু মজুমদার (৪০) ও শিপন শেখ।

স্থানীয়রা জানায়, টঙ্গীবাড়ী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক গনাইসার গ্রামের সুমন চোকদারের সাথে একই গ্রামের আমিনুল চোকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগেও দুই গ্রুপ তর্কে জড়িয়ে ছিলো তবে হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আজ(শনিবার) দুপুরের দিকে আমিনুল ইসলাম সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদারের পক্ষ নিয়ে পাচগাও ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন শেখ লোকজন নিয়ে আমিনুলদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসলে স্বপন শেখ তার লোকজন নিয়ে পালিয়ে যায়।

আহত আমিনুল এর বোন জুই আক্তার জানান, আজ সকালে আমার দাদার জানাজা শেষে আমার ভাই সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদার ও স্বপন শেখ আমার ভাই কে মেরে আহত করে।ছোট ভাই কে রক্ষা করতে আমার আরেক ভাই রুপক,আমাদের আত্বীয় রাকিব ও সজিব কে মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসী আমার ভাইদের টঙ্গীবাড়ী জেনারেল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় টঙ্গীবাড়ী থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রেফার করে অবস্থা মারাত্মক হওয়ায় চিকিৎসক মুন্সীগঞ্জ থেকেও তাদের কে ঢাকা মেডিকেলে রেফার করে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা স্বপন শেখ জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ টি মিথ্যা। আওয়ামী লীগের লোকজন আমাকে এবং আমার লোকজন কে আমাদের বাজারে এসে মারধর করে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়ে এলাকা শান্ত করি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাভারে বিএনপি’র বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আলী রেজা রাজু:

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ্যাড.মেহেদী হাসানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা,বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ইডিস্বেবর) ৫৪তম বিজয়ের প্রথম প্রহরে
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে পুষ্পঅর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত,ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সপ্মাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি,তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি,হাজী মো:মহিউদ্দিন,হাজী মো:আব্দুল আজিজ,হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম, ,৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মো:মোশাররফ হোসেন,সাবেক সাধারণ সপ্মাদক ঢাকা জেলা ছাত্রদলের রেজাউল করিম জুয়েল।
এসব এ্যাড.মেহেদী হাসান বলেন,বিজয় এসেছে আবার নতুন করে এটা আমাদের দ্বিতীয় বিজয়,এই বিজয়কে কেউ না যেন নস্যাৎ করতে না পারে যেন,নস্যাৎ করতে আসলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।শহীদ জিয়াউর রহমান গেরিলা ফোর্স গঠন করেছেন,এপ্রিলে অস্থায়ী সরকার গঠন করেছিলেন,সারা বাংলাদেশে ১১ সেষ্টর গঠন করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন।হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করার দাবিও তুলেন।
হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মো:শরিফুল ইসলাম বলেন যেখানে আ.লীগকে পু: রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান,সেই আ.লীগই জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিলেন,গামেন্টস, রেমিট্যান্স এসব তার হাতেই গড়া।বিএনপি এ দেশে দিয়েছে জাতীয়বাদ আর আ.লীগ দিয়েছে ভারত প্রিতি।তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে কিভাবে মধ্যামসারীর পরিনিত করা সেই নিদের্শনা দিচ্ছেন।আগামীর নির্বাচনে বিএনপির জণগণের কাছে ভোট ও চান তিনি।
এসময় অন্যনা বক্তরা শহিদ জিয়াউর রহমান ও তারেক রহমান,মুক্তিযুদ্ধে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন এবং আগামীর নতুন বাংলাদেশকে বিনির্মানে ছক করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়