ভাগিনার বিরুদ্ধে মামির ওড়না ধরে টানার অভিযোগ

রায়হান হোসাইন॥

চট্টগ্রামের হালিশহর থানাধীন আর্টিলারি এলাকায় চুনা ফ্যাক্টরীর মোড়ে অবস্থিত অতিথি ভবনের (২য় তলা) অস্থায়ী বাসিন্দা (ভাড়াটিয়া) মৃত মফিজুল্লার মেয়ে মুমতাহিনা চৌধুরীর (২৫) শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে তার স্বামী মো. আকবর হোসেনের বড় বোনের ছেলে ( ভাগিনা) সাইফ আল আমিন প্রকাশ তুষারের (২৮) বিরুদ্ধে।

১৮ আগস্ট বৃহস্পতিবার নগীরর হালিশহর থানায় নিজে বাদি হয়ে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুমতাহিনা চৌধুরী। এর আগে ওই দিন দুপুর পৌনে ১টার দিকে অতিথি ভবনের ছাঁদে সাইফ আল আমিন তুষারের অশ্লীল কথাবার্তার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালালে নিজের ইজ্জত রক্ষার্থে জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ ফোন দেন মুমতাহিনা চৌধুরী।

ভুক্তভোগী এজাহারে উল্লেখ করেন, তার স্বামী আকবর হোসেন একজন ব্যবসায়ি। ব্যবসায়ের কাজে তিনি বিভিন্ন দেশে মাসের পর মাস অতিবাহিত করতেন। অপরদিকে একই বিল্ডিংয়ে (অতিথি ভবন) অভিযুক্তসহ তার পরিবারও বসবাস করতো। স্বামী বাসায় না থাকলে তুষায় মামি মুমতাহিনা চৌধুরীর বাসায় এবং বাহিরে তার সাথে অশ্লীল কথা এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিমা প্রদর্শন করতো। সুযোগ পেলে গায়ের ওড়না ও বোরকা ধরেও টান দিত। এসব বিষয়ে আমার স্বামীকে ( মো. আকবর হোসেন) জাননোর পর, তিনি তার মা অর্থা আমার শাশুড়ি ও বড় বোনকে জানালে তারা উল্টো আমার স্বামীকে গালমন্দ করে আসছিল।

হালিশহর থানা সূত্র জানায়, শ্লীলতাহানির অভিযোগে মুমতাহিনা চৌধুরী নামের এক ভুক্তভোগী সাইফ আল আমিন প্রকাশ তুষারকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায় করেছেন। তিনি মৃত ফিরোজ আলমের পুত্র।

কুমিল্লায় নির্যাতনের অভিযোগে তরুণ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কুমিল্লায় নির্যাতনের অভিযোগে তরুণ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলার তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ আলী মাহি স্থানীয় ছাত্রদল নেতা জাকির হোসেনের বিরুদ্ধে হয়রানি, চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন। সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

মাহি জানান তিনি ২১নং গুটিপাড়া ইউনিয়নের বাইশখোলা গ্রামের বাসিন্দা এবং ২০১০ সাল থেকে নিজ উদ্যোগে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে গ্রামে প্রায় ২০ একর জমির ওপর মাছের ফিশারি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। যার মাধ্যমে বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

অভিযোগে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে ও মুরাদনগর ছাত্রদলের নেতা জাকির হোসেন তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। সম্প্রতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী বাহিনী দিয়ে তার ফিশারি ভাঙচুর ও মাছ লুটের ঘটনা ঘটে। এছাড়াও পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালানো হচ্ছে।

তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত জাকির হোসেনসহ তার সহযোগী ইব্রাহীম এবং হাসেমের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম