ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি: সিইসি

স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি।

নির্বাচনের ট্রেনে উঠেছেন কি? এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন।

সিইসি বলেন, উনারা জানতে এসেছিল পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করবো।

আজ বীর মুক্তিযোদ্ধা আহ্সান উল্লাহ মাস্টারের জানাজা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা থেকেঃ
কুমিল্লা মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ মাস্টারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই মার্চ বুধবার সকাল ১১ ঘটিকার সময় তার নিজ গ্রামে অবস্থিত শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানউল্লাহ মাস্টারের ছেলে মোঃ হাবিবুউল্লাহ মাস্টার তার বাবার জানাজা পরান।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানউল্লাহ মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, মেঘনা উপজেলা ভূমি কমিশনার লিটন চন্দ্র দে, মেঘনা থানার ওসি মোঃ ছমিউদ্দিন সহ থানার সকল পুলিশ সদস্য, মেঘনা উপজেলার সকল মুক্তিযোদ্ধা সদস্যগন।
মরহুমের সমাধিতে ফুল দিয়ে সমবেদনা জানান, দাউদকান্দি ১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া,বাংলাদেশ অর্থ মন্ত্রণালযয়ের উপসচিব মোঃ ফরিদ আজিজ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম, মেঘনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, কুমিল্লা জেলা সদস্য মোঃ কাইয়ুম হোসোইন, মেঘনা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মেঘনা উপজেলার সকল আওয়ামীলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মেঘনা উপজেলা সকল ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারগণ সহ চন্দনপুর ইউনিয়নবাসী তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার নিজ এলাকার শিবনগর কবরস্থান দাফন করা হয়।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের