বুড়িচংয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটি বাতিল ও অধ্যক্ষ আবু তাহেরকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় সাধারণ জনতা ও এলাকাবাসী।

(২২ মার্চ ২০২৫) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম।বক্তব্য রাখেন তাজুল ইসলাম,মহিবুর রহমান বাবুল তসিলদার, মারুফুর রশিদ।এসময় উপস্থিত ছিলেন মো: মানিক মিয়া,মো: সুমন,মো: নাছির,মো:রাসেল,মো:শাহআলম,মো: মোস্তাক
মো:আমিন,মো:মামুন,মো:কাদির মিয়া,মো:আবিদ আলী,মো:জজু মিয়া,মো: আবু কালাম,মো:পাবেল,ফজলে রাব্বি সহ আরো অনেকে।

এসময় তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি’র অধ্যক্ষ আবু তাহের সে একটি দলের সাথে যুক্ত রয়েছে।তাই সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে প্রবেশ করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিতে পদ-পদবীতে বহাল রেখে তাকে কিভাবে সভাপতি বানানো হলো তা আমার বোধগম্য নয়।৫১ বছর ধরে স্কুলের কোনো কাজে আসে নাই।অতীতে স্কুলের কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি বরং বর্তমানে সে রাজনীতি করার জন্য এই স্কুলে সভাপতি হয়ে এসেছে। তাই গ্রামের সাচেতন মানুষেরা মেনে নিতে পারছে না। এই গ্রামে আরও যোগ্য ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রাখা ব্যক্তিদের কেন কমিটিতে আনা হলো না ? খুব দ্রুত তাকে অপসারণ করে নতুন কমিটি ঘোষণা করা হোক। ৭ দিনের মধ্যে অপসারণ না করলে আরও বড় কর্মসূচির আয়োজন করা হবে।

মহিবুর রহমান বাবুল তসিলদার বলেন, এই স্কুলে যে কমিটি ও সভাপতি দেওয়া হয়েছে তা আমাদের এলাকার কারো সাথে আলোচনা করা হয়নি। আমাদের গ্রামের আরও ৪ জনের যোগ্য ব্যক্তির নাম পাঠানোর পরেও আবু তাহের তার রাজনৈতিক প্রভাব দেখিয়ে এডহক কমিটিতে সভাপতি পদ নিয়েছে। আমরা তিব্র-নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে কমিটি ও সভাপতিকে অপসারণ করে আবারও কমিটি গঠন করা হোক। তখন তারা প্রশাসন ও শিক্ষা উপদেষ্টার নিকট দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ আবু তাহের বলেন, উদ্ধর্তন ব্যক্তিবর্গরা স্কুলে দায়িত্ব পালনে আমাকে যোগ্য মনে করেছে তাই তারা আমাকে সভাপতি বানিয়েছে।

এ বিষয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সফিকুল ইসলাম বলেন,মানববন্ধন বিষয়ে আমি কিছুই জানি না, স্কুল বন্ধ আমি ছুটিতে আছি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বলেন,স্কুলের পক্ষ থেকে এডহক কমিটির জন্য ৪ জনের নামের তালিকা আমার কাছে আসে।পরবর্তীতে নামের উদ্ধর্তন কর্মকর্তাদের নিকট পাঠানোর হয় এবং শিক্ষাবোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন

ডেস্ক রির্পোট:

কুমিল্লার হোমনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মা–বাবার অভিযোগ, স্বামী ও পরিবারের লোকজন তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। তাঁরা ওই ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন এবং পরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

মৃত সামান্তা আক্তার (১৯) উপজেলার নয়াকান্দি গ্রামের শিপন মিয়ার স্ত্রী এবং একই গ্রামের আব্বাস মিয়ার মেয়ে। গত শুক্রবার রাতে নয়াকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে সামান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে পারিবারিকভাবে শিপন মিয়ার সঙ্গে সামান্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সামান্তার কলহ শুরু হয়। তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। সামান্তার মরদেহ উদ্ধারের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

 

সামান্তার বাবা আব্বাস মিয়া ও মা শিল্পী আক্তার অভিযোগ করেন, তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোসলেহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই ঘটনার খবর পায়। সন্ধ্যা সাতটার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সামান্তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ ঘটনায় গৃহবধূর বাবা আব্বাস মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে হোমনা থানায় একটি অপমৃত্য মামলা করেন।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি