টঙ্গীতে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের খোঁজে অসহায় মায়ের আকুতি

মোঃ মোস্তফা মিয়া: টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মোল্লার গ্যারেজ এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ মেঘ সাহেব (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৫ মার্চ বিকেলে নিজ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবার।

নিখোঁজ কিশোরের মা মোছা: হাদিছা জানান, তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরবর্তীতে তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬৫২) করেছেন। তবে এখন পর্যন্ত তাঁর ছেলের কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার সন্তান মানসিকভাবে অসুস্থ। যে কারণে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এক হতাশাগ্রস্ত মা হিসেবে তিনি এখন সংবাদমাধ্যমসহ দেশের সর্বস্তরের মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ ছেলেটির খোঁজ পান বা কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় অথবা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিখোঁজ কিশোরের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, পরনে ছিল হলুদ টি-শার্ট ও নীল প্যান্ট।

তারাকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশ: ৩৬ নেতাকর্মির নামে মামলা

ময়মনসিংহ প্রতনিধি: ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা,হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার নতুন বাজারস্থ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান আকন্দ,আব্দুল মান্নান মেম্বার,রফিকুল ইসলাম মাষ্টার রফিক,চান মিয়া,মামুন মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, উপজেলা যুবদল নেতা আনোয়ার ফকির,নজরুল ইসলাম,ফরিদ মিয়া,সারোয়ার,জাহাঙ্গীর,আজিজুল হক,মামুনুর রশিদ (মামুন) মোবারক,মোহাব্বত প্রমূখ।

নেতৃবৃন্দ বক্তব্যে বলে,ইতিমধ্যে তারাকান্দা থানায় গায়েবি মিথ্যা মামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও তার ছোট ভাই জুবায়ের হোসেন তালুকদারসহ ৩৬ জনের নামে মামলা করেছে। আমরা উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান