চট্টগ্রাম বন সংরক্ষকের সরকারি বাসভবনে গভীর রাতে রহস্যময়ী নারীর অবস্থান নিয়ে তোলগড়

চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের নন্দকানন বন পাহাড়স্থ সরকারি বাসভবনে একজন রহস্যময়ী নারীর গভীর রাতে আনাগোনার বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের ছাত্র জীবন থেকে নারীলিপ্সুতার বিভিন্ন অভিযোগ সরেজমিন অনুসন্ধান কালে এ প্রতিবেদকের গোচরীভূত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চট্টগ্রাম বন সংরক্ষকের সরকারি বাসভবনে কর্মরত বনকর্মী জানান গত ৫ আগস্ট এর পর থেকে সপ্তাহে প্রায় ২/৩ দিন মধ্যবয়সী একজন সুন্দরী মহিলা রাত ১০ টার পর এই বাংলোতে আসেন এবং ভোর ৫টার দিকে তিনি লাল রঙ্গের একটি প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। গভীর রাতের এই ৬/৭ ঘন্টা সময় ঐ রহস্যময়ী নারী বন সংরক্ষকের বাংলাতে অবস্থান করেন। বাংলাতে বন সংরক্ষক রেজাউল করিম একাই অবস্থান করেন। তার পরিবার ঢাকাতেই বসবাস করেন। প্রত্যক্ষদর্শী ঐ বন কর্মী জানান তাকে সিএফ রেজাউল করিম বলেছেন রাতে আগত ঐ মহিলা নাকি নারী সমন্বয়কারী। তাকে চট্টগ্রাম অঞ্চলের বনবিভাগের সার্বিক খবরাখবর উপরের নির্দেশে দিতে হয়। এ বিষয়টি সমগ্র চট্টগ্রাম বন সার্কেলে কর্মরতদের এখন মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। সবাই রহস্যময়ী এই নারীকে মোল্লা রেজাউল করিমের গার্লফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করেছেন। গভীর রাতে বাংলোতে ৬-৭ ঘন্টা অবস্থানকালে সেখানে অবৈধ যৌন সম্পর্ক ছাড়া আর কিছু হতে পারে না বলেও অনেকের অভিমত।
প্রাপ্ত তথ্য মতে এই বন সংরক্ষকের বিরুদ্ধে আরো কিছু নারি কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বোটানিতে থিসিস করার সময় সৈয়দা আশরাফুন্নেসা নামী ইংরেজি বিভাগে অধ্যয়নরত এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভনে তার সাথে দৈহিক মেলামেশা করে তাকে প্রেগন্যান্ট ও পরবর্তীতে এ্যবায়শন করান তিনি। পরবর্তীতে এক পর্যায়ে আশরাফন্নেসার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। প্রতারিত এই বিশ্ববিদ্যালয় ছাত্রী তাকে খুঁজতে কয়েক দফা তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা থানাধীন বাগমারা গ্রামে গিয়ে তার অভিভাবকদের জানালেও কোন ফল হয়নি। উপরোন্ত মোল্লা রেজাউল তাকে মেরে ফেলার হুমকি দেয়ায় সে আর বেশি দূর এগোতে পারেনি। প্রতারিত আশরাফুন্নেসা বর্তমানে রাজধানী ঢাকার একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। তিনি এ পর্যন্ত কাউকে বিয়েও করেননি। এ প্রতিবেদকের সাথে আলাপকালে সৈয়দা আশরাফুন্নেসা জানান মোল্লা একটা নারীলিপ্সু ও প্রতারক শুধু আমার সাথে নয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে চাকরি করা কালীন ঐ অফিসের সুন্দরী করনিককেও ব্ল্যাকমেইল করে গর্ভপাত ঘটিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারের অসংখ্য অভিযোগ রয়েছে। ছাত্রজীবন থেকে প্রতিটি কর্মস্থলেই তার বিরুদ্ধে এহেন নারী কেলেঙ্কারীর অভিযোগ পাওয়া যাবে। এ সকল বিষয়ে মোল্লার স্ত্রী ফাতেমা খাতুন পলি ও জানেন। জানলেও তার করার কিছু নেই। কারণ বান্না ও তানহা নামের ২টি ছেলের মা তিনি। স্বামীর বিরুদ্ধে কোন কথা বললেই শুরু হয় দৈহিক নির্যাতন। প্রতারিত আশরাফুন্নেসা চট্টগ্রাম বাংলোতে নিশিরাতে গাড়ি নিয়ে সুন্দরী মহিলার আনাগোনার বিষয়টি ও জানেন। এ প্রসঙ্গে তিনি বলেন লম্পট কোনদিনও ভালো হয় না। আল্লাহ পাক তার বিচার করবেন।

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন সম্পন্ন, গাড়ী ভাংচুর সহ আহত ১৫

 

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১০০টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটগ্রহণ চলাকালে চন্দনাইশ পৌরসভার হাজী বশরত আলী উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

সরেজমিনে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে কয়েকটি কেন্দ্রে কিছু কিছু মহিলা ভোটার দেখা গেলেও অধিকাংশ কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
দুপুরে চন্দনাইশ পৌরসভার হাজী বশরত আলী উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়ীও ভাংচুর হয় বলে জানা গেছে। এসময় পুলিশের গাড়ি চালক দোহাজারী দেওয়ানহাট এলাকার নজির আহমদের ছেলে নুরুদ্দীন (৩৫) আহত হয়। এছাড়া চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকায় কয়েকটি কেন্দ্রে সংঘটিত ঘটনায় আহতরা হলেন সাতবাড়িয়া হাজী পাড়া এলাকার ফজলুল করিমের ছেলে মিজানুর রহমান (২৮), মোহাম্মদখালী এলাকার আব্দুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), খাগরিয়া রসূলপুর এলাকার মো. তৈয়্যবের ছেলে পারভেজ (২৪), হাজী আহমদুর রহমানের ছেলে মো. মুন্না (৩২), জোয়ারা মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম চৌধুরী (৪৭), কালিয়াইশের নুরুল ইসলামের ছেলে মাহাবুবুল আলম (২৮), ললিত চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী (৫০), বিওসির মোড় এলাকার আবুল বশরের ছেলে নজরুল ইসলাম মুন্না (৫৪), দোহাজারী সদর উল্লাপাড়া এলাকার মৃত মো. মুছা সওদাগরের ছেলে বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু(৭২), নুরুল ইসলামের ছেলে মিজান (৩৩), উত্তর চাগাচর এলাকার আবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন (২১), সমন খানের ছেলে ভুট্টো খান (৫০), উত্তর চাগাচর বাবুল নাথের ছেলে রাজীব নাথ (৩২)।
এছাড়া দোহাজারী জামিজুরী আহমুদুর রহমান উচ্চ বিদ্যালেয়র ভোট সম্পন্ন হওয়ার ১০ মিনিট পূর্বে নৌকা ও ট্রাক প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে, এসময় ইট পাটকেল নিক্ষেপের কারণে একটি বেসরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় দোকানপাটসহ যানবাহন চলাচল বন্ধ থাকে, ঘটনাটি রাত আটটা পর্যন্ত স্থায়ী ছিলো, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এ ব্যাপারে এলাকার জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে নির্বাচনের ফলাফলে জানা যায় চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) ১৪ আসনে নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১১২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী (ট্রাক) পেয়েছেন ৩৬৮৮৬ ভোট। নির্বাচন কালীন সময়ে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী অভিযোগ করে বলেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে তার মনোনীত এজেন্টদেরকে প্রতিপক্ষ জোর করে বের করে দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি