মানসিক চাপ কমায় যে ৪ খাবার

স্টাফ রিপোর্টার:

আমাদের প্রতিদিনের জীবনে নানা কারণেই সৃষ্টি হয় মানসিক চাপ বা স্ট্রেসের। প্রথমদিকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তা রূপ নিতে থাকে বড় আকারে। তাই স্ট্রেসকে অবহেলা করা যাবে না। বরং শুরু থেকেই জানতে হবে এটি প্রতিরোধ করার উপায়। কারণ স্ট্রেস থাকলে তখন শরীরও বিরূপ আচরণ করতে শুরু করে। তাই খেয়াল রাখতে হবে জীবনযাপনের সব খুঁটিনাটি বিষয়ে। বিশেষ করে খাবারে আনতে হবে পরিবর্তন। কিছু খাবার স্ট্রেসকে দূরে রাখতে কাজ করবে। সেগুলো কী? চলুন জেনে নেওয়া যাক-

হলুদ

হলুদের গুণাবলীর কোনো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এতে কারকিউমিন রয়েছে। এটি একটি শক্তিশালী প্রদাহ-বিরোধী যৌগ যার অ্যাডাপটোজেনিক প্রভাবও রয়েছে। জার্নাল অফ ক্লিনিক্যাল সাইকোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, কারকিউমিন উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণ হ্রাস করার গুণমান রাখে। প্রতিদিনের খাবারে হলুদ কীভাবে ব্যবহার করবেন? আপনার দৈনন্দিন খাবারে যোগ করুন। ডাল, তরকারি, সবজি, খিচুড়ি এবং আরও অনেক রান্নায় হলুদ ব্যবহার করা যায়। হলুদ দুধ তৈরি করুন এবং আপনার শোবার সময়ের রুটিনে এটি যোগ করুন।

আমলকি

ভিটামিন সি-এর অন্যতম শক্তিশালী উৎস আমলকি বিষাক্ত পদার্থ বের করে দেয়, প্রদাহ কমায় এবং অ্যাড্রিনাল স্বাস্থ্যকে সহায়তা করে, যা সামগ্রিক সুস্থতা বজায় রাখে। প্রতিদিনের খাবারে আমলকি কীভাবে ব্যবহার করবেন? আমলকি কাঁচা চিবিয়ে খেতে পারেন। এছাড়া শুকিয়ে নিয়েও খেতে পারেন। আমলকি দিয়ে চাটনি এবং মোরব্বা তৈরি করে খেতে পারেন।

তুলসি

জার্নাল অফ আয়ুর্বেদ অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে প্রকাশিত ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, তুলসি পাতা চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার সমস্যঅ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। প্রতিদিনের খাদ্যতালিকায় তুলসি কীভাবে ব্যবহার করবেন? আপনার প্রতিদিনের চায়ে যোগ করুন। ডিটক্স পানীয়ের জন্য আদা এবং মধু দিয়ে গরম পানিতে ভিজিয়ে নিতে পারেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় মসলা দিয়েও পানীয় তৈরি করতে পারেন।

অশ্বগন্ধা

এটি কর্টিসলের মাত্রা কমাতে এবং আমাদের শরীরে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। অশ্বগন্ধা ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে, যা আপনাকে আরও স্বাচ্ছন্দ্য এবং শান্ত বোধ করায়। প্রতিদিনের খাবারে অশ্বগন্ধা কীভাবে ব্যবহার করবেন? রাতের ভালো ঘুমের জন্য এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি অশ্বগন্ধা গুঁড়া মিশিয়ে পান করুন। এছাড়া এটি আপনার স্মুদির গ্লাসে বা এক কাপ মসলা চায়েও যোগ করতে পারেন।

চুল ভালো রাখতে পুষ্টিকর ৩ ফল

স্টাফ রিপোর্টার:

চুলের বৃদ্ধির জন্য ভালো পুষ্টি, সঠিক চুলের যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সমন্বয় প্রয়োজন। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্য স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রাকৃতিক এবং কার্যকর উপায় হলো খাদ্যতালিকায় পুষ্টিকর ফল যোগ করা।

চলুন জেনে নেয়া যাক এমন ৩টি ফলের কথা, যেগুলো আপনার চুলকে আরো শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলতে পারে-

পেঁপে

পেঁপে চুলের বৃদ্ধির জন্য একটি পাওয়ার হাউস ফল। এটি ভিটামিন এ সমৃদ্ধ, যা সিবাম উৎপাদনের জন্য অপরিহার্য। সিবাম হলো ন্যাচারাল অয়েল যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলকে হাইড্রেটেড রাখে। পেঁপেতে ভিটামিন এ ছাড়াও প্রচুর ফোলেট, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে। যার ফলে চুল শক্তিশালী ও ঝলমলে হয়। পেঁপেতে থাকা এনজাইম মাথার ত্বককে এক্সফোলিয়েট করতে এবং মৃত ত্বকের কোষ অপসারণ করতে সাহায্য করে।

আনারস

আনারস কেবল সুস্বাদু ফলই নয়, এটি চুলের বৃদ্ধির জন্যও কার্যকরী। এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়াও আনারসে ব্রোমেলেন থাকে। ব্রোমেলেন হলো একটি এনজাইম যা প্রদাহ কমাতে এবং মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়াতে সাহায্য করে। যে কারণে চুল দ্রুত বৃদ্ধি পায়। ব্রোমেলাইনে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে যা খুশকি এবং জ্বালাপোড়ার মতো মাথার ত্বকের সমস্যাও মোকাবিলা করতে সাহায্য করে।

কমলা

কমলা ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস, যা কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলায় থাকা উচ্চ ভিটামিন সি চুলকে শক্তিশালী করতে, আগা ফাটা রোধ করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে। কমলা অ্যান্টিঅক্সিডেন্টও সমৃদ্ধ, যা ফ্রি র‍্যাডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে চুলকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। কমলায় ফলিক অ্যাসিডও রয়েছে, যা চুলের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের