দক্ষিন খানে প্রতিবন্ধীর ব্যবসা দখল করল বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিনখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা নাহিদ ইসলামের পাথর সাপ্লাইয়ের কাজ দখলে নিয়েছে ৪৭ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক আল-আমীন সরকার ও সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার। এর প্রতিবাদে আজ ট্রান্সমিটার মোডে ৪৭ নং ওয়ার্ড সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন করেছে।
শারীরিক প্রতিবন্ধী নাহিদ ইসলাম ২০১৬ সালে ট্রেন দুর্ঘটনায় ডান পা হারান। দরিদ্র পরিবারের সন্তান নাহিদ সংসারের বোঝা কাধে নিয়ে, ব্যাংক, সমিতি থেকে এক লাখ আশি হাজার টাকা ঋণ নিয়ে, দক্ষিনখানের একটি বিল্ডিং কনস্ট্রাকশনে পাথর সাপ্লাই এর কাজ নেয়। এ কাজ করে প্রতিবন্ধী নাহিদ তার পরিবার এবং মৃত বড় ভাইয়ের পরিবারকে ভরণ পোষনের সাপোর্ট দিয়ে আসছিলেন। কিন্তু গত ৩০ এপ্রিল বিএনপির ৪৭ নং ওয়ার্ড এর আহবায়ক আল-আমীন তার লোকজন নিয়ে এসে বালু সাপল্লাইয়ে কাজ বন্ধ করে দেয় এবং জীবন নাশের হুমকি দেয়। এসময় আলামিন সরকার বলেন ১৭ বছর খাই নাই এখন এগুলো আমাদের অধিকার। তুই আর এই ব্যবস্যা করতে পারবি না।
নাহিদ বলেন, আমি পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কোন মতে ধারদেনা করে ব্যবসাটা গুছিয়ে নিয়েছি, এরই মধ্যে আমাকে আমার ব্যবসা থেকে উচ্ছেদ করে দেয়। এখন আমি কিভাবে চলবো বা পরিবার কিভাবে চালাবো সেটার উত্তর খুজে পাচ্ছি না। বিএনপি নেতাদের অনেক অনুরোধ করেছি কোন কাজ হয়নি। দক্ষিন খান বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদারকে বিষয়টি অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি উনার কাছে যাইনি, কারণ উনারা সবই এক বা তাদের সম্মতিতেই ব্যবসা দখল হয়েছে।
মানববন্দনে জানানো হয়, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজী দলবাজিতে অনেকটা ঘোষণা দিয়েই নেমেছে আল আমিন সরকার গং। মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের নাম ও তার সাথে তোলা ছবি ব্যবহার করে এলাকার ময়লা ফেলার কাজ, টেম্পু স্ট্যান্ড, ঝুট ব্যবসা দখলে নিয়েছে আল-আমীন সরকার ও মঈন সরকার। আল আমিন সরকারের বিরুদ্ধে এলাকায় মাদকের ব্যবসা করার অভিযোগ রয়েছে। জানাগেছে, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও আছে।
মানববন্ধনের বিষয়ে আল আমিন সরকারের বক্তব্য জানতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

গুলিবিদ্ধ ব্যক্তি সাংবাদিকদের জানান, তার বর্তমান বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে, টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২২ লাখ টাকা নিয়ে গেছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি