কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত বেড়ে ৯৪

সারাবিশ্ব ডেস্ক সারাবিশ্ব ডেস্ক

মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে.

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেশী ২ দেশ সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয়। তবে গত শুক্রবার দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু এরপরও রবিবার রাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১০০ জনে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই দেশ দুটির সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। প্রায়ই সীমান্ত নিয়ে সংঘর্ষে জড়ায় দেশ দুটি। গত বছরও দুই দেশের লড়াইয়ে প্রায় ৫০ জন নিহত হয়েছিল। তবে সর্বশেষ সংঘর্ষে এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। যা আগের লড়াইয়ে নিহতের দ্বিগুণ।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সংঘর্ষে তাজিকিস্তানের ৩৫ জন ও কিরগিজস্তানের ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪৪ জন।

এমন পরিস্থিতিতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমন ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সীমান্তে সংঘর্ষের জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করছে। অন্যদিকে সংঘর্ষে নিহতদের জন্য ১৯ সেপ্টেম্বর দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে কিরগিজস্তান।

এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি, আশা ট্রাম্পের

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি আশা করেন রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছাবে। তবে, তিনি স্পষ্ট করেননি, কী ধরনের শর্তে এই চুক্তি হতে পারে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার আশাবাদ প্রকাশ করে বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে—আর এই ব্যবসা থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।”

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে।

তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধ চলছেই। এতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এখন পর্যন্ত কোনও স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান