
স্টাফ রিপোর্টার:
‘তথ্য গোপন’ করে হাইকোর্টে রিট মামলা করেছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জামাল হাওলাদার। কোম্পানির ভারপ্রাপ্ত সিইও নিয়োগের বিষয়টি গোপন রেখে তিনি রিট করেন বলে নথিপত্র পর্যালোচনায় উঠে এসেছে।
সূত্র মতে, আর্থিক অনিয়ম ও কোম্পানি স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডের দায়ে শাহ জামালের নিয়োগ নবায়ন না-মঞ্জুর করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট (নং-৯০৯৮/২০২৪) দায়ের করেন।
নিয়োগ নবায়নের পেছনের ঘটনা
শাহ জামাল হাওলাদার এনআরবি ইসলামিক লাইফে সিইও হিসেবে নিয়োগ পান ২০২১ সালের ৩ অক্টোবর। মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ৮ মে। এরপর তার নিয়োগ নবায়নের জন্য ১৮ এপ্রিল ২০২৪ আবেদন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান।
আইডিআরএ দু’সদস্যের কমিটি গঠন করে কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে। ৩ জুন ২০২৪ জমা দেওয়া ওই প্রতিবেদনে কোম্পানির ‘সুরক্ষিত দ্বিগুণ প্রদান এক কিস্তি বীমা’ অনুমোদন ছাড়াই চালানো, তিন বছরে প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় এবং গ্রাহকের ৮১ কোটি ৫২ লাখ টাকার অধিকাংশ অপ্রয়োজনীয় খাতে খরচের অভিযোগ উঠে। এসব অনিয়মের জন্য প্রধানত শাহ জামাল হাওলাদারকে দায়ী করা হয়।
আইডিআরএ’র সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত সিইও নিয়োগ
প্রতিবেদন পর্যালোচনা করে ১০ জুন ২০২৪ তার নিয়োগ নবায়নের আবেদন না-মঞ্জুর করে আইডিআরএ। এর আগে, ২৯ মে ২০২৪ কোম্পানির পরিচালনা পর্ষদের ১৭তম সভায় মো. মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তিন মাসের জন্য।
রিট আবেদনে তথ্য গোপন
শাহ জামাল হাওলাদার ২৫ জুলাই ২০২৪ আদালতে রিট দায়ের করে তার নিয়োগ নবায়নের আদেশ স্থগিত এবং সিইও পদে তার ‘স্থিতাবস্থা’ বজায় রাখার আদেশ নেন। অথচ রিট আবেদনে ভারপ্রাপ্ত সিইও নিয়োগের তথ্য ও সংশ্লিষ্ট নথি উপস্থাপন করা হয়নি।
পক্ষগুলোর অবস্থান
এসব বিষয়ে শাহ জামাল হাওলাদারের বক্তব্য জানতে বার বার মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি একনকি কিনখুদেবার্তারও জবাব দেননি।