
শামীম রহমান ::
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২ বল মোকাবেলা করে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। তার ধীরস্থির ও দায়িত্বশীল ইনিংসে ভর করে প্রথম ইনিংসে চাপে পড়েও ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। ইনিংসের সূচনায় সাদমান ইসলামের সঙ্গে মাঠে নামেন এনামুল হক বিজয়। কিন্তু মাত্র ১০ বল খেলেই শূন্য রানে বিদায় নেন বিজয়। দলীয় স্কোর তখন মাত্র ৫।
এরপর সাদমান ও মুমিনুল হক চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু তাদের জুটি থেমে যায় ৩৪ রানে। সাদমান করেন ৫৩ বলে ১৪ রান। মুমিনুল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন; ৩৩ বলে ২৯ রান করে তিনিও সাজঘরে ফেরেন দলীয় ৪৫ রানে।
তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে গড়েন প্রায় দুইশ রানের শক্ত জুটি। আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরে শতক ছুঁয়ে ফেলেন শান্ত। অপর প্রান্তে অভিজ্ঞ মুশফিকও খেলছেন দুর্দান্তভাবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান, তিন উইকেট হারিয়ে। শান্ত ১০১ রানে এবং মুশফিক ৮৬ রানে অপরাজিত থেকে মাঠে আছেন। দ্বিতীয় দিনেও এই জুটি বড় ইনিংস খেলতে পারলে শক্ত ভিত পাবে বাংলাদেশ।